মানুষের একঘেয়ে জীবনে সবাই চায় একটু অন্যরকম কিছু । ঘোরার জায়গা হোক বা রেস্তোরাঁ বাঙালি চাই একটু নতুন জায়গায় যেতে নতুন কিছু রান্না খেতে । ঠিক সেরকমই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন জায়গায় গড়ে উঠছে অনেক নতুনত্ব রেস্তোরাঁ, পার্ক ইত্যাদি অনেক কিছুই । তবে সেইরকমই বেশ কয়েকদিন আগেই বীরভূমের (Birbhum) সিউড়িতে এসে হাজির হয়েছে এমন একটি রেস্তোরাঁ । যার প্রবেশ দ্বারে ঢুকতেই দেওয়ালে জ্বল জ্বল করছে এল ই ডি লাইটের তৈরী হলুদ রঙের দুটি ডানা । সেখানে এসে মানুষের চোখ মেনুকার্ড ছাড়িয়ে ডানায় ।
advertisement
আরও পড়ুন - Omicron cases Rising: ভারতে লাফিয়ে বাড়ছে ওমিক্রন, নজর খোলা রাখছে সরকার
খাবার ছেড়ে সবাই ব্যস্ত ডানার সামনে দাঁড়িয়ে একের পর এক কায়দায় ছবি তুলতে । আর সেই ডানার সামনে দাঁড়াতেই যেনো মনে হচ্ছে নিজেকে একমুহূর্তের পরী । এই পরী সাজছে মেয়ে থেকে ছেলে কাকু থেকে কাকিমা সবাই । এই বাচ্চা ছেলে মেয়েদের পরী সাজার তালিকায় এমনকি বাদ পড়ছেনা দিদারাও । তাই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই এখন ট্রেন্ডিং ডানাওয়ালা পরী । আট থেকে আশি সবাই এখন দারুন উৎসাহী এই পরী সাজাই ।
আরও পড়ুন - Viral Video: শিক্ষিকা দারুণ আদরে ক্লাসে ঢোকাচ্ছেন প্রতিটি পড়ুয়াকে, মিষ্টি ভিডিও এখন ভাইরাল
কে বলছে , "পরী সাজার ইচ্ছে থাকলেও বাস্তবে তা সম্ভব হবেনা কোনও দিনও তাই এই ডানার সামনে দাঁড়িয়েই শখ মেটাচ্ছি পরী সাজার । " তবে আবার অনেকে বলছে , " ডানার সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায়(Social Media) পোস্ট করে ফেলেছে আমার সব বন্ধুরা । শুধু বাদ পরে গেছি আমি । তাই সময় পেতেই আমিও চলে এলাম ডানাওয়ালা ছবি তুলতে ।" তবে সিউড়ির মানুষ ছাড়াও এই পরীর ডানার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে আসছে অনেকেই । ইয়ং জেনারেশানের বক্তব্য ছোটো বেলায় ডানা একবার গজিয়ে ছিল , অভিভাবকদের শাসনে সে ডানা বেশিদিন থাকেনি , তাই নতুন করে ডানাকে না লাগাতে চাই।
Supratim Das