Viral Video: শিক্ষিকা দারুণ আদরে ক্লাসে ঢোকাচ্ছেন প্রতিটি পড়ুয়াকে, মিষ্টি ভিডিও এখন ভাইরাল

Last Updated:

Viral Video: শিক্ষক -শিক্ষিকারা (Teacher) পড়ুয়াদের সঙ্গে কেমন ব্যবহার করেন তাঁর ওপরেও ছাত্রদের বেড়ে ওঠায় (Teacher and Student) সাহায্য করে৷ স্কুলে বাচ্চাদের যাতে ভালো লাগে তার জন্য শিক্ষক-শিক্ষিকারা নিরন্তর চেষ্টা করে যান৷

teacher and student relationship viral video
teacher and student relationship viral video
#কলকাতা: সরকারি (School)  নিয়ম অনুযায়ি পড়ুয়াদের (Student) তৈরি করে পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে৷ সব সবম তাঁর গুণগত মান দেখা হয়৷ এদিকে স্কুলে পড়াশুনোর পাশাপাশি শিক্ষক -শিক্ষিকারা (Teacher) পড়ুয়াদের সঙ্গে কেমন ব্যবহার করেন তাঁর ওপরেও ছাত্রদের বেড়ে ওঠায় (Teacher and Student) সাহায্য করে৷ স্কুলে বাচ্চাদের যাতে ভালো লাগে তার জন্য শিক্ষক-শিক্ষিকারা নিরন্তর চেষ্টা করে যান৷ শিক্ষক -শিক্ষিকার সঙ্গে পড়ুয়ার মিষ্টি ব্যবহারের বিষয়ে সকলেই জানেন৷ এখনও এমনই একটা ভিডিও ভাইরাল হয়৷ এই ভাইরাল ভিডিওতে  (Viral Video) ক্লাসের শিক্ষিকা (Teacher) শানদার ভাবে খুদে পড়ুয়াদের  (Student) স্বাগত জানাচ্ছেন৷
ভিডিওতে দেখা  যাচ্ছে ক্লাস টিচার (Teacher) ক্লাসের বাইরে একটি পোস্টার লাগিয়ে রেখেছেন৷ সেখানে আলাদা আলাদা আকৃতি রয়েছে৷ পড়ুয়ারা যে ছবিতে হাত দিচ্ছে, ক্লাস টিচার সেই ভঙ্গিমাতেই নাচ করছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছাত্র ও শিক্ষকের এই মিষ্টি ভিডিও (Sweet Video) -ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
দেখে নিন মিষ্টি ভাইরাল ভিডিও  (Viral Video)
৩৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু পড়ুয়া পোস্টারে থাকা হৃদয় শেপে ছুঁলেই শিক্ষিকা তাদের আদরে ভরিয়ে দিচ্ছে৷ শিক্ষিকা পড়ুয়াদের (Teacher and Student)  আদরও করছে৷ কোনও বাচ্চা যদি পোস্টারের নাচ করার ছবিতে হাত দেয় তাহলে শিক্ষিকা অমনি নাচতে শুরু করেছেন৷ আবার কোনও বাচ্চা যদি হাত জোড় করে নমস্কারের ছবিতে হাত দেয় তাহলে ক্লাস টিচারও হাত জোড় করে স্বাগত জানানো হচ্ছে৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন ভিডিও ট্যুইট করে লিখেছেন, ‘‘দুনিয়ার সবচেয়ে পছন্দের শিক্ষিকা৷ ওঁর পড়ুয়ারা রোজ ঠিক করে দিনটা কেমন করে শুরু হবে৷ এই মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়ে গেছে৷ লোক এটা প্রচণ্ড পছন্দ করছে৷ এই ভিডিও প্রায় ৩.১ কোটি -র বেশি মানুষ ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ভাইরাল ভিডিও হয়ে গেছে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: শিক্ষিকা দারুণ আদরে ক্লাসে ঢোকাচ্ছেন প্রতিটি পড়ুয়াকে, মিষ্টি ভিডিও এখন ভাইরাল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement