#কলকাতা: সরকারি (School) নিয়ম অনুযায়ি পড়ুয়াদের (Student) তৈরি করে পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে৷ সব সবম তাঁর গুণগত মান দেখা হয়৷ এদিকে স্কুলে পড়াশুনোর পাশাপাশি শিক্ষক -শিক্ষিকারা (Teacher) পড়ুয়াদের সঙ্গে কেমন ব্যবহার করেন তাঁর ওপরেও ছাত্রদের বেড়ে ওঠায় (Teacher and Student) সাহায্য করে৷ স্কুলে বাচ্চাদের যাতে ভালো লাগে তার জন্য শিক্ষক-শিক্ষিকারা নিরন্তর চেষ্টা করে যান৷ শিক্ষক -শিক্ষিকার সঙ্গে পড়ুয়ার মিষ্টি ব্যবহারের বিষয়ে সকলেই জানেন৷ এখনও এমনই একটা ভিডিও ভাইরাল হয়৷ এই ভাইরাল ভিডিওতে (Viral Video) ক্লাসের শিক্ষিকা (Teacher) শানদার ভাবে খুদে পড়ুয়াদের (Student) স্বাগত জানাচ্ছেন৷
ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাস টিচার (Teacher) ক্লাসের বাইরে একটি পোস্টার লাগিয়ে রেখেছেন৷ সেখানে আলাদা আলাদা আকৃতি রয়েছে৷ পড়ুয়ারা যে ছবিতে হাত দিচ্ছে, ক্লাস টিচার সেই ভঙ্গিমাতেই নাচ করছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছাত্র ও শিক্ষকের এই মিষ্টি ভিডিও (Sweet Video) -ভাইরাল ভিডিও (Viral Video)৷
আরও পড়ুন - Viral Video: পরণে অ্যাপ্রন, সাদা শার্ট-কালো প্যান্টে তুমুল নাচ ডাক্তারি ছাত্রীদের, ভাইরাল ভিডিও
দেখে নিন মিষ্টি ভাইরাল ভিডিও (Viral Video)
The best #teacher in the world. How her students decide how to start their day.#ViralVideo pic.twitter.com/x8XQZ7N9OA
— கொரோனா (@coronaoffl_) December 2, 2021
৩৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু পড়ুয়া পোস্টারে থাকা হৃদয় শেপে ছুঁলেই শিক্ষিকা তাদের আদরে ভরিয়ে দিচ্ছে৷ শিক্ষিকা পড়ুয়াদের (Teacher and Student) আদরও করছে৷ কোনও বাচ্চা যদি পোস্টারের নাচ করার ছবিতে হাত দেয় তাহলে শিক্ষিকা অমনি নাচতে শুরু করেছেন৷ আবার কোনও বাচ্চা যদি হাত জোড় করে নমস্কারের ছবিতে হাত দেয় তাহলে ক্লাস টিচারও হাত জোড় করে স্বাগত জানানো হচ্ছে৷
আরও পড়ুন - Virat and Anushka: আঁটোসাঁটো পোশাক, শরীরে যৌবনের জোয়ার, অনুষ্কা শর্মার ভাইরাল ছবিতে বিরাট যা লিখলেন
সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন ভিডিও ট্যুইট করে লিখেছেন, ‘‘দুনিয়ার সবচেয়ে পছন্দের শিক্ষিকা৷ ওঁর পড়ুয়ারা রোজ ঠিক করে দিনটা কেমন করে শুরু হবে৷ এই মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়ে গেছে৷ লোক এটা প্রচণ্ড পছন্দ করছে৷ এই ভিডিও প্রায় ৩.১ কোটি -র বেশি মানুষ ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ভাইরাল ভিডিও হয়ে গেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Student, Teacher, Viral Video