TRENDING:

Birbhum Tourism: বীরভূমের বুকে ইসকন মন্দির! তারাপীঠের খুব কাছে হলেও অনেকে জানেন না, ভোগ থেকে রাত্রিবাসের সুযোগ সব পাবেন

Last Updated:

Birbhum Tourism: বীরভূমের এই ইসকন মন্দিরে দুপুরের ভোগ খাওয়ার সুযোগ রয়েছে। এর জন্য কিছু টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে। এছাড়া এই শান্ত নিরিবিলি পরিবেশে এক রাত কাটাতে চাইলে সেই ব্যবস্থাও আছে। জেনে নিন ঠিকানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়ঃ নভেম্বরের শুরুতেই বীরভূম জুড়ে শীতের আমেজ অনুভব হচ্ছে। এই শীতের মরশুমে ঘুরতে বেড়িয়ে পড়েন বহু ভ্রমণপিপাসু বাঙালি। এক বা দুই দিনের ছুটিতে অনেকেই দীঘা, পুরী বা মন্দারমণি ঘুরতে চলে যান। কেউ কেউ আবার তারাপীঠ ভ্রমণের জন্য বীরভূম ছুটে আসেন। তবে এই জেলায় শুধু তারাপীঠ নয়, আরও পাঁচটি সতীপীঠ, একাধিক রাজবাড়ি, জমিদার বাড়িও রয়েছে। সেই সঙ্গেই একাধিক কালীমন্দির, শিব মন্দির এমনকি ইসকন মন্দিরও আছে।
advertisement

পর্যটকদের মধ্যে বীরভূমের তারাপীঠের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কারণ ভক্তদের বিশ্বাস, তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দ্বারকা নদীতে স্নান করে মা তারার কাছে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ করেন দেবী। সেই কারণেই প্রত্যেকদিন তারাপীঠ চত্বর জুড়ে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। তবে এই তারাপীঠ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রয়েছে এক ইসকন মন্দির। আজও অনেকে জানেন না।

advertisement

আরও পড়ুনঃ বিশ্বভারতী নিয়ে বড় খবর! হাল ফিরবে একাধিক ঐতিহ্যবাহী ভবনের, সংস্কারে উদ্যোগী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

জায়গার নাম বীরচন্দ্রপুর। তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে সোজা এই জায়গায় চলে আসা যায়। পর্যটকেরা তারাপীঠ থেকে যে কোনও টোটো ভাড়া করে অনায়াসে বীরচন্দ্রপুর আসতে পারবেন। এর জন্য প্রত্যেকটি টোটো হিসেবে ২৫০-৩০০ টাকা পর্যন্ত খরচ হবে। সেই টাকার বিনিময়ে একচক্র ধাম নিতাই জন্মস্থান, ইসকন মন্দির, নিতাই বাড়ি, বাকারাই, হাঁটুগাড়া, মহাভারতের সময়ের পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস, জগন্নাথ মন্দিরের মতো একাধিক দর্শনীয় স্থান দেখতে পারবেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বীরভূমের এই ইসকন মন্দিরে দুপুরের ভোগ খাওয়ারও সুযোগ রয়েছে। এর জন্য কিছু টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে। এখানেই শেষ নয়! শান্ত নিরিবিলি এই পরিবেশে এক রাত কাটাতে চাইলে সেই ব্যবস্থাও রয়েছে। ইসকন মন্দিরের মধ্যে দু’টি অতিথি নিবাস আছে। সেই অতিথি নিবাসে মোট ১৬টি রুম রয়েছে। তার মধ্যে দু’টি এসি এবং বাকিগুলি নন এসি রুম। খুব সামান্য টাকার বিনিময়ে এখানে রাত্রিবাস করে যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Tourism: বীরভূমের বুকে ইসকন মন্দির! তারাপীঠের খুব কাছে হলেও অনেকে জানেন না, ভোগ থেকে রাত্রিবাসের সুযোগ সব পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল