কিছু ছাত্রছাত্রী ব্যাস্ত ছিল সরস্বতী পুজোর জোগার করতে। যারা সবজি কাটছিল তাদের সাথেই বসে এই সরস্বতী পূজো উপলক্ষে সবজি কাটলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ । বিধায়কের এ হেন কার্যকলাপে অভিভাবক থেকে স্কুল শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন তাঁকে । পাশাপাশি খুশি স্কুলের ছাত্রছাত্রীরাও । বিধায়ক অভিজিৎ সিংহ বলেন , " সাংরা সতীশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসে দেখি সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে । স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে সবজি কাটছে । সেই দেখে আমিও তাদের সাথে একসাথে বসে সবজি কাটতে কিছুটা সাহায্য করলাম তাদের । ভুলতে পারিনি পুরোনো দিনের সেই ছাত্রবস্থার কথা , মনে পড়ে গিয়েছিল ছাত্রবস্থার সরস্বতী পুজোর কথা , সেই কারণেই সবজি কাটতে বসে পড়লাম ওদের সঙ্গে।"
advertisement
আরও পড়ুন: এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোদির তথ্যচিত্র প্রদর্শনী, আয়োজনে এসএফআই!
ওই স্কুলের এক ছাত্রী জানান , " আমরা বন্ধুরা মিলে সবজি কাটছিলাম । হটাৎ উনি এসে আমাদের সাথে বসে সবজি কাটতে শুরু করলেন ও সাথে সাথে অনেক গল্পও করলেন আমাদের সাথে । আমরা ওনাকে বললাম এইবারে আমরা সরস্বতী পুজোয় কি থিম করেছি । " এক অভিভাবক জানান , " একজন বিধায়ক স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে একসাথে বসে সবজি কাটছেন সত্যিই এমন দৃশ্য বিরল । তবে ওনার এই কাজে শিশুরাও বেশ উৎসাহ পেয়েছে । "
আরও পড়ুন: জমি মাফিয়াদের খপ্পরে, চরম বিপাকে পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল
স্কুলের এক শিক্ষক জানান , " সত্যিই বিধায়কের এমন কাজ প্রশংসনীয় । আমাদের স্কুল ঘুরে দেখতে দেখতেই স্কুলের যেখানে রান্নার প্রস্তুতি হচ্ছিলো সেখানে পৌঁছে যান তিনি এবং শিশুদের সাথে একসাথে বসে সবজি কাটতে শুরু করে । তবেএই ভাবে একসাথে সবজি কাটাই তারা অনেক উৎসাহ পেয়েছে । "