TRENDING:

Nepal Gen Z Protest: অশান্ত নেপাল, এদিকে বড্ড চিন্তায় বীরভূমের ডাক্তার, ঘুম উড়েছে রাতের! কেন জানলে চমকে যাবেন

Last Updated:

নেপালে কার্ফুর ছায়ায় দুশ্চিন্তায় সিউড়ির নেপালি চিকিৎসক দিবেশ মারাসিনি, বাড়ি ফেরা অনিশ্চিত হলেও ভরসা রেখেছেন প্রশাসনের উপর, বার্তা দিলেন, “নেপালের মানুষ ভারত বিরোধী নয়”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: নেপালে জারি হয়েছে কার্ফু। চারদিকে অস্থিরতা, আতঙ্ক আর অনিশ্চয়তার আবহ। এই পরিস্থিতিতেই গভীর দুশ্চিন্তায় সিউড়ির পরিচিত চিকিৎসক দিবেশ মারাসিনি। নেপালের বাসিন্দা হলেও তিনি গত ৯ বছর ধরে বীরভূমের সিউড়ি শহরে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। এবছর দুর্গাপুজোয় পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সীমান্তে কড়া নজরদারি ও কার্ফুর কারণে সেই আশা এখন কার্যত ভেস্তে গেছে।
advertisement

দিবেশ বাবু জানালেন, কয়েকদিন ধরেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আতঙ্কের সেই মুহূর্তে শেষমেশ বৃহস্পতিবার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেয়েছেন। নেপালে তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রশাসনের নির্দেশে সবাইকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। তবুও তাঁরা আপাতত সুরক্ষিত আছেন।

আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন দাদাগিরি! ভাঙল ধৈর্যের বাঁধ, তারপর যা করলেন বাসিন্দারা

advertisement

View More

সংবাদমাধ্যমের সামনে দিবেশ বাবু বলেন, “আমি পরিবারের জন্য ভীষণ চিন্তিত। তবে বিশ্বাস রাখি, নেপালের প্রশাসন যা কিছু করবে, তা সাধারণ মানুষের ভালোর জন্যই করবে। আশা করছি, খুব শিগগিরই নেপালের অশান্ত পরিস্থিতির সমাধান হবে।” তিনি আরও জানান, সীমান্তে অস্থিরতা থাকলেও নেপালের সাধারণ মানুষ ভারত বিরোধী নয়। দুই দেশের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এই প্রত্যাশাই করছেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনিশ্চয়তার ঘনঘটা ঘিরে থাকলেও, আশার আলোয় ভর করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন সিউড়ির নেপালি চিকিৎসক দিবেশ মারাসিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nepal Gen Z Protest: অশান্ত নেপাল, এদিকে বড্ড চিন্তায় বীরভূমের ডাক্তার, ঘুম উড়েছে রাতের! কেন জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল