অভিযোগের ভিত্তিতে রাজনগর থানার ওসি তাপস দত্তের নির্দেশে শুরু হয় তদন্ত। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখেন পুলিশ এবং তাতে দেখা যায়, মঙ্গলবার গভীর রাতে এক যুবক দোকানের তালা ভেঙে ঢুকছে এবং টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। ফুটেজের সূত্র ধরে তদন্তকারীরা বুধবার রাতেই অভিযান চালিয়ে ঈদগাছা গ্রামের আশিক খান নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত নগদ টাকা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আশিক খানকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে পেশ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক পূর্বেও ছোটখাটো চুরির সঙ্গে যুক্ত ছিল।
advertisement
আরও পড়ুন: দিঘা থেকে কলকাতা ফেরার পথে সড়ক দুর্ঘটনা! দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৪
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির পাশাপাশি পুলিশ প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে। এলাকাবাসীর বক্তব্য, “রাজনগর থানার পুলিশের তৎপরতায় খুব দ্রুত চোর ধরা পড়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজনগর থানার এক আধিকারিক বলেন, “চুরির ঘটনা ঘটার পর থেকেই আমরা তদন্তে নেমেছিলাম। দোকানের সিসিটিভি ফুটেজই মূল সূত্র ছিল। খুব অল্প সময়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে।” রাত্রে মিষ্টির দোকানে চুরির এই ঘটনায় যদিও কিছুটা আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে, তবে রাজনগর থানার পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় ফের ফিরেছে নিরাপত্তার অনুভূতি।






