তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এখানে সমস্যাও অনেক। পিকনিক করতে আসা বহু পর্যটকের অভিযোগ, তসরকাটায় পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এলাকায় একটি মাত্র কল থাকলেও সেখানকার জল আয়রনযুক্ত হওয়ায় তা পানযোগ্য নয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা পরিবার ও পিকনিক দলগুলিকে পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুন: বীরভূমের জনপ্রিয় স্পটে পিকনিক করার নিয়মে বদল! বাজানো যাবে না DJ Box, বড় সিদ্ধান্ত পুলিশ-প্রশাসনের
advertisement
পর্যটক শুভাশিস ঘোষাল জানান, “জায়গাটা খুব সুন্দর, প্রশাসনও নজর রাখছে। কিন্তু পানীয় জলের ভাল ব্যবস্থা আর আলাদা মহিলা-পুরুষদের জন্য শৌচাগার থাকলে এখানে পিকনিক করা আরও স্বস্তিদায়ক হত, যদিও এখানে কোনওরকম টয়লেটই এখনও পর্যন্ত করে উঠতে পারেনি প্রশাসন বা অন্য কেউ।” তাঁর মতোই অনেকের দাবি, পানীয় জলের কল ও শৌচাগারের ব্যবস্থা করা হলে বীরভূমের সিউড়ির হাতের কাছে থাকা তসরকাটার জনপ্রিয়তা আরও বাড়বে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পর্যটকরা। তাঁদের আশা, দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে উঠলে তসরকাটা বীরভূমের অন্যতম আদর্শ পিকনিক স্পট হিসেবে আরও পরিচিতি পাবে। কেননা এখানে প্রত্যেক বছর শীতের মরশুম এলেই কাতারে কাতারে ভিড় জমে পিকনিকের জন্য। সিউড়ি ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেকে ছুটে আসেন তসরকাটায়।





