Picnic Spot: বীরভূমের জনপ্রিয় স্পটে পিকনিক করার নিয়মে বদল! বাজানো যাবে না DJ Box, বড় সিদ্ধান্ত পুলিশ-প্রশাসনের
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum Picnic Spot: বীরভূম জেলায় শীত এলেই যে সব জায়গায় পিকনিকের আসর বসে, তার মধ্যে অন্যতম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বক্রেশ্বর নীল নির্জন জলাধার। প্রতি বছরের মতো এবারও ২৫ ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ও ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত এখানে প্রচুর সংখ্যায় পিকনিকের দল আসছেন এবং আসবেন বলে মনে করা হচ্ছে।
বীরভূম জেলায় শীত এলেই যে সব জায়গায় পিকনিকের আসর বসে, তার মধ্যে অন্যতম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বক্রেশ্বর নীল নির্জন জলাধার। প্রতি বছরের মতো এবারও ২৫ ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ও ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত এখানে প্রচুর সংখ্যায় পিকনিকের দল আসছেন এবং আসবেন বলে মনে করা হচ্ছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে সকাল থেকেই চলছে সদাইপুর থানার পুলিশের কড়া নজরদারি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিযায়ী পাখিদের সুরক্ষাও পুলিশের অন্যতম লক্ষ্য। সেই কারণে বক্স বা ডিজে বাজানো নিষিদ্ধ করা হয়েছে এবং তা কার্যকর করতে সদাইপুর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নজরদারি চালাচ্ছে।
advertisement
পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ ও পরিযায়ী পাখিদের বিরক্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে সদাইপুর থানার উদ্যোগে নীল নির্জন জলাধার এলাকায় বিভিন্ন সচেতনতামূলক পোস্টার টাঙানো হয়। ওই পোস্টারগুলিতে শব্দদূষণ এড়ানো, পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে একাধিক বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
যদিও বক্স বা ডিজে বাজানো বন্ধ রাখতে পুলিশের নজরদারি লক্ষ্য করা গেছে, তবে পরিচ্ছন্নতার বিষয়টি ভীষণভাবে অবহেলিত হয়েছে বলে অভিযোগ উঠছে। পিকনিকের পর এলাকায় ছড়িয়ে থাকা আবর্জনা পরিবেশ দূষণের আশঙ্কা বাড়াচ্ছে। স্থানীয়দের মতে, প্রশাসনের পাশাপাশি পর্যটকদের সচেতনতা না বাড়লে নীল নির্জনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)






