এ বিষয়ে গ্রামের মানুষজন জানিয়েছেন, প্রত্যেক বছরই বর্ষার সময় এই দুর্ভোগে ভুগতে হয় ওই গ্রামের মানুষজনকে, কারণ দ্বারকা নদী তীরবর্তী এলাকায় রয়েছে বীরভূমের ওলা গ্রাম। গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য রয়েছে একটিই রাস্তা, আর সেই রাস্তা দ্বারকা নদীর ব্রিজ হয়েই যেতে হয়। বিকল্প রাস্তা বলতে প্রায় কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার চাষের জমি হয়ে যেতে হবে, আর সেই জমি বর্তমানে বৃষ্টিরপাতের কারণে বিভিন্ন জায়গা জলে ডুবে আছে।
advertisement
এর ফলে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান পাচ্ছে না ওলা গ্রামের মানুষ, এমনকি যদি কোন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন গ্রামে পাচ্ছেন না ওষুধের যোগান। খুব সমস্যার মধ্যে দিন কাটছে ওলা গ্রামের মানুষজনের। তারা জানাচ্ছেন, ভোটের সময় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে থাকেন কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মেলে না। বর্তমানে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের ওলা গ্রামের মানুষ গ্রামে বন্দি হয়ে পড়েছে বলা যেতেই পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের মানুষ না পারছেন অন্য কোন গ্রামে বা বিশেষ কোন কাজে যেতে, না পারছেন অন্য কোন গ্রামের মানুষ সেই গ্রামে আসতে। এমনকি স্কুল, কলেজ যাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছে ওই গ্রামের পড়ুয়াদের। তাদের সেই সমস্যার কথা জানালেন ওলা গ্রামের বাসিন্দারা। এখন দেখার এই গ্রামের সমস্যা কবে মিটবে?
সৌভিক রায়