TRENDING:

Birbhum News: ৩ সপ্তাহ গৃহবন্দি, গ্রামের সবাই...! অবাক করা ঘটনা বীরভূমে, কেন জানলে লজ্জা পাবেন

Last Updated:

Birbhum News: গোটা গ্রাম ২১ দিন ধরে গৃহবন্দী, এই গ্রামের মানুষেরা যে সমস্যায় ভুগছেন, কেন জানলে অবাক হবেন। শুধু অবাক নয়, লজ্জা পাবেন আপনিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিগত প্রায় এক মাস থেকে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বীরভূম জুড়ে। আর সেই বৃষ্টির ফলেই বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক তেমনই দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর, যে কারণে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওলা গ্রাম সেই গ্রামের মানুষ যাতায়াত করবেন কোন দিকে! দ্বারকা নদীর উপর রয়েছে একটি ব্রিজ, তবে সেই নদীতে জলস্তর বেড়ে যাওয়ার কারণে ডুবেছে ব্রিজটি। যার ফলে প্রায় ২১ দিন ঘর বন্দি রয়েছে ওলা গ্রামের মানুষ।
advertisement

এ বিষয়ে গ্রামের মানুষজন জানিয়েছেন, প্রত্যেক বছরই বর্ষার সময় এই দুর্ভোগে ভুগতে হয় ওই গ্রামের মানুষজনকে, কারণ দ্বারকা নদী তীরবর্তী এলাকায় রয়েছে বীরভূমের ওলা গ্রাম। গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য রয়েছে একটিই রাস্তা, আর সেই রাস্তা দ্বারকা নদীর ব্রিজ হয়েই যেতে হয়। বিকল্প রাস্তা বলতে প্রায় কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার চাষের জমি হয়ে যেতে হবে, আর সেই জমি বর্তমানে বৃষ্টিরপাতের কারণে বিভিন্ন জায়গা জলে ডুবে আছে।

advertisement

আরও পড়ুন: সাড়ে ১৪ লক্ষ টাকার প্রকল্প…! জল না দিয়ে ছবি তুলেই টাকা হাতানোর ধান্দা ঠিকাদারের, সাংঘাতিক কাণ্ড বীরভূমে

এর ফলে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান পাচ্ছে না ওলা গ্রামের মানুষ, এমনকি যদি কোন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন গ্রামে পাচ্ছেন না ওষুধের যোগান। খুব সমস্যার মধ্যে দিন কাটছে ওলা গ্রামের মানুষজনের। তারা জানাচ্ছেন, ভোটের সময় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে থাকেন কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মেলে না। বর্তমানে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের ওলা গ্রামের মানুষ গ্রামে বন্দি হয়ে পড়েছে বলা যেতেই পারে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গ্রামের মানুষ না পারছেন অন্য কোন গ্রামে বা বিশেষ কোন কাজে যেতে, না পারছেন অন্য কোন গ্রামের মানুষ সেই গ্রামে আসতে। এমনকি স্কুল, কলেজ যাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছে ওই গ্রামের পড়ুয়াদের। তাদের সেই সমস্যার কথা জানালেন ওলা গ্রামের বাসিন্দারা। এখন দেখার এই গ্রামের সমস্যা কবে মিটবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ৩ সপ্তাহ গৃহবন্দি, গ্রামের সবাই...! অবাক করা ঘটনা বীরভূমে, কেন জানলে লজ্জা পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল