Birbhum News: সাড়ে ১৪ লক্ষ টাকার প্রকল্প...! জল না দিয়ে ছবি তুলেই টাকা হাতানোর ধান্দা ঠিকাদারের, সাংঘাতিক কাণ্ড বীরভূমে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: সাড়ে ১৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয় জল প্রকল্পের কাজে, তবে হঠাৎ কেন এত টাকার বরাদ্দের পরেও রুখে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা।
বীরভূম: জলের সমস্যা নতুন কিছু না, কিন্তু এই জলের সমস্যায় যেন আরও বেড়ে দাঁড়াল বীরভূমে। জল প্রকল্পের কাজই শেষ হয়নি। তবু বিল জমা দিলেন নলহাটির এক ঠিকাদার। কী শুনে অবাক হচ্ছেন, তবে অবাক হওয়ার কিছু নেই, এটা একদম সত্যি। যাকে কেন্দ্র করে নলহাটি এক নম্বর ব্লকের পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁরা ঠিকাদারের পেশ করা বিল আটকে রাখার দাবি জানালেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের কাছে। অন্যদিকে ঠিকাদারের কাজের সরেজমিনে তদন্তের নির্দেশ দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
তিনি বলেন, “বসন্তপুর থেকে গণস্বাক্ষর এসেছে। পানীয় জল মেলেনি। ঠিকাদারের কাজ না করে বিল পেশ করার অভিযোগপত্র জমা পড়েছে। আমি জেলা বাস্তুকারকে তদন্তের নির্দেশ দিয়েছি।” অন্যদিকে এলাকাবাসীর বিক্ষোভ এড়াতে সিউড়ি জেলা পরিষদে বিলের জন্য হাজির হন ঠিকাদার সাবির আলি। তিনি বলেন, “বসন্তপুর প্রাথমিক স্কুলের কাছে চার জায়গায় আমরা জলের সন্ধানে খনন করেছি। কোথাও জলের কোন সুরাহা মেলেনি। শুধু খননের জন্য বীরভূম জেলা পরিষদের কাছে বিল পেশ করেছি। টাকা পাইনি।”
advertisement
advertisement
পঞ্চদশ অর্থক মিশনের (২০২৩-২৪) প্রায় ১৪ লক্ষ ৬৯ হাজার টাকা বরাদ্দ হয় পাইক পাড়ার বসন্তপুরের পশ্চিম পাড়ের প্রাথমিক স্কুলের পাশে জল প্রকল্পের। প্রকল্পে সাবমার্সিবল পাম্প ও জলের ট্যাঙ্ক নির্মাণ হওয়ার কথা। বরাত পায় স্থানীয় ঠিকাদার সাবির আলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাটি খননের লোক ও একটি গাড়ি এনে তার ছবি তুলেই কাজ শেষ করে দেয় ঠিকাদার সংস্থা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মসিবুরর রহমান ওরফে ডাবলুর অভিযোগ, “খননের একটা গাড়ি এলে তার ছবি তোলা হয়। কিছু মাটি তোলা হয়। কিন্তু পাথর ফাটিয়ে যে জল তোলার কথা তা হয় নি। আমরা চাই, কাজ করে সঠিক বিল পাক ঠিকাদার। কিন্তু কাজ না করেই বিল পেশ করা যাবে না।”
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 5:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সাড়ে ১৪ লক্ষ টাকার প্রকল্প...! জল না দিয়ে ছবি তুলেই টাকা হাতানোর ধান্দা ঠিকাদারের, সাংঘাতিক কাণ্ড বীরভূমে