Birbhum News: সহবাসের ঝামেলা ছুমন্তর, ঝুঁকি নেই সংক্রমণেরও...! জন্ম থেকে যোনিপথহীন যুবতীকে নতুন অঙ্গ দিয়ে নতুন জীবন দিলেন বীরভূমের চিকিৎসক

Last Updated:

Birbhum News: নিম্নমধ্যবিত্ত ঘরের এই মেয়ের জন্ম থেকেই ছিল না তার কোন যোনিপথ। এই পরিস্থিতির সম্মুখীন হয়ে কার্যত ঘুম উড়েছিল যুবতী ও তার পরিবারের।

অপারেশন থিয়েটার
অপারেশন থিয়েটার
বীরভূম: বীরভূমের বোলপুর থানা এলাকার বাসিন্দা বছর ২৫ এর এক যুবতী। নিম্নমধ্যবিত্ত ঘরের এই মেয়ের জন্ম থেকেই ছিল না তার কোন যোনিপথ। এই পরিস্থিতির সম্মুখীন হয়ে কার্যত ঘুম উড়েছিল যুবতী ও তার পরিবারের। তাই চিকিৎসার জন্য ছুটে গিয়েছিলেন বর্ধমান, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু এত কিছু করেও মেলেনি কোন সুরাহা। অবশেষে নিজের জেলাতেই হল সেই সমস্যার সমাধান। অস্ত্রোপচারের প্রায় আনুমানিক তিন মাস পরে মিলল সফলতার রিপোর্ট। চিকিৎসকের দাবি, ‘অস্ত্রপ্রচারের মাধ্যমে স্থাপন করা এই যোনি পথের ব্যাস প্রায় ৫ সেমি এবং গভীরতা ৭.৫ সেন্টিমিটার।’
অস্ত্রোপচার সফল হওয়ায় মুখে হাসি ফুটেছে যুবতী এবং তার পরিবারের। যোনিপথ স্থাপন নতুন কিছু নয়। তবে বিগত দিনে যোনিপথ স্থাপন করা হত ম্যাকিন্ডোস ভ্যাজাইনোপ্লাস্টির মাধ্যমে। যেখানে কোন একটি শিশুর ফুলের পর্দা বা এ্যামনিয়টিক মেমব্রেন সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হত যোনিপথ। যার জন্য বিভিন্ন রকমের রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকত। কিছু মেডিক্যাল গত সমস্যা দেখা যাওয়ার সম্ভবনা ছিল। তবে বীরভূমের বোলপুরের এই যুবতীর যোনিপথ স্থাপন করা হয়েছে ল্যাপারোস্কপি এ্যাসিস্টেড ভ্যাজাইনোপ্লাস্টির মাধ্যমে।
advertisement
advertisement
চিকিৎসক দেবাশীষ দেবাংশী জানান, “এতদিন ম্যাকিন্ডোস ভ্যাজাইনোপ্লাষ্টির মাধ্যমে রোগীর যোনিপথ তৈরি করেছি, তাতে বেশ কিছু সমস্যা বা সংক্রমণের সম্মুখীন হতে হত রোগীনিকে। এছাড়াও অন্য আর এক পদ্ধতিতে নিজের চামড়ার প্রতিস্থাপন দিয়ে যোনিপথ তৈরি করা হত আগে, সেখানে যোনিপথে চুল গজিয়ে যাওয়ার সম্ভাবনা থাকত, এতে অনেক ক্ষেত্রে সহবাসে সমস্যা হত। তাই একটা নতুন আবিষ্কার এটা। এতে অনেকটাই সুবিধা হবে মহিলাদের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত এই পদ্ধতিতে পেরিটোনিয়াল মেমব্রেন বা রোগীনির নিজের পেটের ভেতরের পর্দা দিয়েই তৈরি করা হয়েছে এই যোনিপথ। যার জন্য যোনিপথ স্থাপন করলেও সংক্রমণ অথবা অন্য কোন রোগ রোগীর শরীরে আসার সম্ভাবনা নেই। মেডিকোলিগ্যাল সমস্যা দেখা দেওয়ার সম্ভবনাও নেই। আর এই অস্ত্রোপচারই রাজ্যের মধ্যে প্রথমবার করে অসাধ্য সাধন করেছেন চিকিৎসক দেবাশীষ দেবাংশী।
advertisement
সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে গত মার্চ মাসে এই অস্ত্রোপচার করেন তিনি। তার প্রায় তিন মাস পর অর্থাৎ জুন মাসে দেখা যায় স্থাপন করা যোনিপথের দৈর্ঘ্য ৭ সেমি এবং গভীরতা ৭.৫ সেন্টিমিটার হয়েছে।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সহবাসের ঝামেলা ছুমন্তর, ঝুঁকি নেই সংক্রমণেরও...! জন্ম থেকে যোনিপথহীন যুবতীকে নতুন অঙ্গ দিয়ে নতুন জীবন দিলেন বীরভূমের চিকিৎসক
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement