TRENDING:

Birbhum News: ট্রাক্টরের ধাক্কায় ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, চাপা পড়ে শেষ হয়ে গেল দুই শিশু! আহত আরও ২

Last Updated:

Birbhum News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চার জন শিশু তাঁদের গৃহশিক্ষকের কাছ থেকে পড়া করে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছিল। আচমকা ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে চাপা পড়ে চার জন আহত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়ঃ নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক্টর সজোরে ধাক্কা মারল একটি পাকা বাড়ির দেওয়ালে। ধাক্কার জোর এতটাই ছিল যে কার্নিশ ভেঙে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় দুই শিশুর। জানা যায়, সেই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। বীরভূমের মুরারই থানার অন্তর্ভুক্ত পলশা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম আসলিমা খাতুন (৮) ও আরিয়ান শেখ (৭)। দু’জনে সম্পর্কে ভাই-বোন।
এলাকায় চাঞ্চল্য
এলাকায় চাঞ্চল্য
advertisement

ওই চার শিশুর বাড়ি বীরভূমের মুরারই থানার অন্তর্গত পলসা নিমতলিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ধান বোঝাই ওই ট্রাক্টরটি মাঠ থেকে দ্রুত গতিতে আসার সময় পলসা গ্রাম ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। সেই সময় ওই চার জন শিশু তাঁদের গৃহশিক্ষকের কাছ থেকে পড়া করে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছিল। আচমকা ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে চাপা পড়ে চার জন আহত হয়।

advertisement

আরও পড়ুনঃ নজরে বাংলার স্নেহা-অমৃতা-অর্পণরা! হাওড়ায় পূর্ব ভারতের সেরা ভারোত্তোলকদের লড়াই, শুরু হয়ে গেল জমাটি প্রতিযোগিতা

এলাকাবাসীরা তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে মুরারই হাসপাতালে নিয়ে গেলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। ওই পলসা গ্রামের বাসিন্দা আলিমুদ্দিন শেখ শিশুদের হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, এই ঘটনায় আহত হয়েছে বছর পাঁচেকের মেহেক খাতুন ও সুফিয়া খাতুন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কোনও মতে করেন নাম সই, কিন্তু পরি‌যায়ী পাখিদের ইংরেজি নাম-ধাম মুখস্থ চুপির মাঝিদের
আরও দেখুন

মেহেকের বাম পায়ে চোট লেগেছে এবং মাথায় চোট লেগেছে। সুফিয়ার মাথা ফেটে গিয়েছে। তাঁরা দু’জনেই এখন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, রেজাউল শেখের ছেলে আরিয়ান মারা গিয়েছে ও মেয়ে মেহেক আহত। আশরাফুল শেখের মেয়ে আসলিমারও মৃত্যু হয়েছে। রেজাউল ও আশরাফুল দুই ভাই। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরেই ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ট্রাক্টরের ধাক্কায় ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, চাপা পড়ে শেষ হয়ে গেল দুই শিশু! আহত আরও ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল