TRENDING:

Birbhum News: শিক্ষার্থী সপ্তাহ পালন! ঠিক কী কী করা হচ্ছে নতুন ক্লাসের পড়ুয়াদের জন্য, জানুন

Last Updated:

Birbhum News: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে পালিত হচ্ছে ‘শিক্ষার্থী সপ্তাহ’। সেই কর্মসূচির প্রথম দিনেই এক অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নজর কাড়ল কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সুদীপ্ত গড়াই: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে পালিত হচ্ছে ‘শিক্ষার্থী সপ্তাহ’। সেই কর্মসূচির প্রথম দিনেই এক অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নজর কাড়ল কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন। প্রথাগত বই বিতরণের গণ্ডি ছাড়িয়ে এদিন নতুন শ্রেণিতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয় মানবিক ও সামাজিক অঙ্গীকারের মধ্য দিয়ে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই ও খাতা তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে প্রতিটি পড়ুয়াকে উপহার হিসেবে দেওয়া হয় একটি করে গোলাপ ফুল ও কলম।
advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার অতিরিক্ত জেলা শাসক শ্রী বুলবুল বাগচি। তাঁর উপস্থিতিতেই ছাত্র-ছাত্রীরা নেশামুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ রোধের শপথ গ্রহণ করে। শপথকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় একটি করে ‘শপথ বৃক্ষ’-এর চারা, যা সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে।

আরও পড়ুন: ঝপ ঝপ করে নামছে পারদ, কনকনে ঠান্ডায় জুবুথুবু বাংলা! কিন্তু সবজির দামে এখনও শীত অধরা, কারণ যা বলছেন ব্যবসায়ীরা

advertisement

বীরভূমের ওই বিদ্যালয়ের শিক্ষক যামিনীকান্ত সাহা জানান, সরকার প্রতিবছর জানুয়ারি মাসের শুরুতে এক সপ্তাহব্যাপী শিক্ষার্থী সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছে, যার মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের আনন্দের সঙ্গে শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সর্বাঙ্গীন বিকাশ। সেই লক্ষ্যেই বিদ্যালয়ের পক্ষ থেকে বই-খাতা বিতরণের পাশাপাশি গোলাপ, কলম ও শপথ বৃক্ষ তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অনুষ্ঠানে এডিএম বুলবুল বাগচি পড়ুয়াদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা, আঁকা-সহ সর্বদিক থেকে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান এবং মানুষ হিসেবে মানুষ হয়ে ওঠার গুরুত্বের কথা তুলে ধরেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্যারাসুট ছিঁড়ে মাঠে পড়ল রহস্যময় ডিভাইস, আতঙ্কে কাটোয়ার দাঁইহাট! 
আরও দেখুন

সার্বিকভাবে শিক্ষার্থী সপ্তাহের প্রথম দিনেই কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনের এই মানবিক ও উদ্ভাবনী উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও সামাজিক সচেতনতা জাগাতে বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন অভিভাবক ও শিক্ষামহল।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শিক্ষার্থী সপ্তাহ পালন! ঠিক কী কী করা হচ্ছে নতুন ক্লাসের পড়ুয়াদের জন্য, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল