অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার অতিরিক্ত জেলা শাসক শ্রী বুলবুল বাগচি। তাঁর উপস্থিতিতেই ছাত্র-ছাত্রীরা নেশামুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ রোধের শপথ গ্রহণ করে। শপথকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় একটি করে ‘শপথ বৃক্ষ’-এর চারা, যা সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে।
advertisement
বীরভূমের ওই বিদ্যালয়ের শিক্ষক যামিনীকান্ত সাহা জানান, সরকার প্রতিবছর জানুয়ারি মাসের শুরুতে এক সপ্তাহব্যাপী শিক্ষার্থী সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছে, যার মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের আনন্দের সঙ্গে শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সর্বাঙ্গীন বিকাশ। সেই লক্ষ্যেই বিদ্যালয়ের পক্ষ থেকে বই-খাতা বিতরণের পাশাপাশি গোলাপ, কলম ও শপথ বৃক্ষ তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অনুষ্ঠানে এডিএম বুলবুল বাগচি পড়ুয়াদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা, আঁকা-সহ সর্বদিক থেকে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান এবং মানুষ হিসেবে মানুষ হয়ে ওঠার গুরুত্বের কথা তুলে ধরেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সার্বিকভাবে শিক্ষার্থী সপ্তাহের প্রথম দিনেই কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনের এই মানবিক ও উদ্ভাবনী উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও সামাজিক সচেতনতা জাগাতে বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন অভিভাবক ও শিক্ষামহল।





