TRENDING:

Crime News: সাজানো ছিনতাই নাটক! অভিযোগকারীই আসল মাস্টারমাইন্ড, দুবরাজপুরের মারাত্মক ঘটনার পর্দাফাঁস

Last Updated:

Snatching Incident- বীরভূমের দুবরাজপুরে এক অভিনব ছিনতাই নাটকের পর্দাফাঁস করল পুলিশ। মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক টোটো চালক, কিন্তু তদন্তে বেরিয়ে এল অন্য ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের দুবরাজপুরে এক অভিনব ছিনতাই নাটকের পর্দাফাঁস করল পুলিশ। মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক টোটো চালক, কিন্তু তদন্তে বেরিয়ে এল অন্য ছবি।
পুলিশের ফাঁদে সাজানো ছিনতাই চক্র, উদ্ধার ৫০ হাজার টাকা ও মোবাইল
পুলিশের ফাঁদে সাজানো ছিনতাই চক্র, উদ্ধার ৫০ হাজার টাকা ও মোবাইল
advertisement

অভিযোগকারী টোটো চালক নাদিম, তার দু’ই সঙ্গী শেখ ইয়াসিন ও শেখ আফরোজ ওরফে হাফিজকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশের দাবি, তিন জন মিলে পরিকল্পনা করে এই ছিনতাই নাটক সাজিয়েছিল।

পুলিশ ও আইনজীবী সূত্রে জানা গিয়েছে, সিউড়ির মেটেগ্রামের মুদির দোকানদার সঞ্জীব মণ্ডল শুক্রবার সকালে দোকানের মালপত্র কিনতে ৫০ হাজার টাকা দিয়েছিলেন টোটো চালক নাদিমকে। নাদিম দুবরাজপুরে গিয়ে ফেরার পথে সঞ্জীবকে জানায়, সাতকেন্দুরি পাওয়ারহাউসের কাছে দু’ই মোটরবাইক আরোহী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরের দিন নাদিম থানায় লিখিত অভিযোগও দায়ের করে।

advertisement

তদন্তে পুলিশের খটকা লাগে। জনবহুল এলাকায় টোটো চালানোর সময় ছিনতাই কীভাবে সম্ভব, সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়। নজরদারি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ। ছিনতাইকারীদের মোটরবাইকের নম্বর উদ্ধার করে এবং জানতে পারে, ইয়াসিন ও আফরোজ অন্যের বাইক নিয়ে দুবরাজপুরে এসেছিল। তিন জনেরই বাড়ি কুখুডিহি গ্রামে। এর পর পুলিশ নিশ্চিত হয়, ছিনতাইয়ের ঘটনা সম্পূর্ণ সাজানো।

advertisement

View More

রবিবার রাতে পুলিশ তিন জনকেই গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে ৯৩টি ৫০০ টাকার নোট এবং নাদিমের মোবাইল। পুলিশ তিন জনকেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। তবে দুবরাজপুর আদালত নাদিমকে জামিনে মুক্তি দিলেও ইয়াসিন ও আফরোজকে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- চোখ ফেরানো দায়! কিন্তু বার্নপুরের এই মণ্ডপে প্লাস্টিকের দেখা পাবেন না

advertisement

দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে জানান, অভিযোগকারী নাদিমকেও অভিযুক্ত হিসেবে দেখানোয় আইনগত কিছু জটিলতা তৈরি হয়েছে। তাই আদালত তাকে জামিন দিয়েছে।” এই সাজানো ছিনতাই কাণ্ডে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের পরিকল্পিত প্রতারণার ঘটনায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: সাজানো ছিনতাই নাটক! অভিযোগকারীই আসল মাস্টারমাইন্ড, দুবরাজপুরের মারাত্মক ঘটনার পর্দাফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল