ওই রাইস মিলের এক গাড়িচালক নিজের পরিচয় না জানালেও দাবি করেছেন, দিনের পর দিন দুর্নীতি হয়েছে এই রাইস মিলে। শুধু এই রাইস মিলে নয়, প্রতিটি রাইস মিলেই দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি জানান, "যে নোংরামিটা হয়েছে তার জন্য যেন চরমতম সাজা হয়। এই যে দুর্নীতি হয়েছে, এক ব্যক্তির নামে এত সম্পত্তি। প্রত্যেক রাইস মিলে দুর্নীতি হয়েছে। ভাঙা চাল দিয়েছে এফসিআইকে। এফসিআই-এর অফিসাররা গুরুত্ব দেননি। অফিসাররা মেনে নিতেন তাদেরও কামাই আছে বলে।"
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোয় টানা ১১দিন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, উদ্যোক্তাদের জন্য বিদ্যুৎ বিলে 'সুখবর'!
অন্যদিকে আরও এক ব্যক্তি জানিয়েছেন, 'এত এত সম্পত্তির কথা জানতে পারছি, তা ভাল কথা। এই রাইস মিলে অনেক বস্তা বস্তা চাল রয়েছে সেগুলো বের করে আমাদের দিয়ে দিক তাহলে আমরা খেয়ে বাঁচি। আমরাও এখানকার বাসিন্দা।'
আরও পড়ুন: মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, Sonali Phogat-এর শেষ ভিডিও ভাইরাল
সিবিআই আধিকারিকরা এদিন শিবশম্ভু রাইস মিলে হানা দেওয়ার পর দুপুর ২:১৫ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান এবং তারপর খাওয়া দাওয়া করে চারটে নাগাদ পৌঁছে যান সায়গল হোসেনের ফ্ল্যাটে। সেখানেও প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করার পর তাঁরা বেরিয়ে আসেন এবং একটি বেসরকারি ব্যাঙ্কে পৌঁছন অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথি অথবা তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য।
মাধব দাস