TRENDING:

Birbhum News: কম খরচে বেশি লাভের সুযোগ! গোবিন্দভোগ চাষেই, জানুন বিস্তারিত

Last Updated:

Birbhum News: কম খরচে বেশি উপার্জন করতে চাইছেন! তাহলে করতে হবে এই ধান চাষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: গোবিন্দভোগ ধান নিয়ে বড় পরিকল্পনা আগেই নিয়েছিল কৃষি দফতর।বাংলাজুড়ে গোবিন্দভোগ ধানের চাষের জমি যাতে বৃদ্ধি করা যায় তা নিয়ে নানান পরিকল্পনা গ্রহণ করে কৃষি দফতর।কারণ বাংলায় গোবিন্দভোগ চাষের প্রতি আগ্রহ হারাচ্ছেন কৃষকদের অনেকেই।নানা কারণে এইধানের চাষ করতে চাইছেন না কৃষকরা।এর জেরে হারিয়ে যেতে বসেছে এইধান।তবে এই সুগন্ধি ধান চাষ করেই প্রচুর পরিমাণে উপার্জন করা যায়।আর সেই উপার্জনের দিশা দেখাচ্ছেন বীরভূমের চাষিরা।
advertisement

সুগন্ধি চালের চাষ করেছে বীরভূমের নলহাটি বাসিন্দা দীপক দাস।অন্যান্য ধানের পাশে আট কাঠা জমিতে সুগন্ধি ধানের চাষ করেছেন।জৈব সার ব্যবহারে করে এই ধান চাষ হয়।অন্যান্য ধানের চেয়ে এই ধান আকারের ছোট।এই ধানের ফলন কম হলেও, এর চাহিদা বেশি।স্থানীয় ভাষা এটা মৌরী খাসা ধান বলে পরিচিতি থাকলেও বাজারে এটা গোবিন্দ ভোগ চাল বলেও বিক্রি হয়।বাজার দরও বেশ ভালই।বিশেষত কোনও উৎসবে পায়েস বা ভোগের জন্য এই সুগন্ধি চালের ব্যবহার বেশি হয়।দীপক দাস প্রায় ১৫ বছর ধরে এই ধান চাষ করে চলেছেন।তার জমির ধান দেখে এলাকার কিছু কিছু চাষিসুগন্ধী ধান চাষ করতে শুরু করেছে।

advertisement

তিনি জানান এই ধান চাষ করতে দুই ধরনের বীজ এর ব্যবহার করা হয়। স্বর্ণা এবং মিহি ধান এর বীজ একত্রিতভাবে মিশ্রণ করে জমিতে ছড়াতে হয়। অন্যান্য ধান চাষের থেকে এই ধান চাষের উৎপাদন কম হলেও আয়ের পরিমাণ থাকে খরচেরদ্বিগুণ। আনুমানিক ৮ কাঠা জমিতে যদি ৮০০০ টাকা খরচহয়ে থাকে, তাহলে সেই চাল বিক্রি করে উপার্জন হয়ে থাকে প্রায় ২৪ হাজার টাকা।উপার্জনের মাত্রা বেশি হওয়ায় এখন অনেক কৃষক এই ধান চাষের দিকে মন দিচ্ছেন।

advertisement

আরও পড়ুন: West Bardhaman News: সমবায় ব্যবহারে সচেতন ও সঠিক ব্যবহারে চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি, মিলবে একাধিক সুবিধা

আরও পড়ুন: Hooghly News: ঠাকুর শ্রীরামকৃষ্ণ মামার বাড়ি আজও আগের মতই! বছরের এই বিশেষ সময়ে ভিড় জমে বহু মানুষের

এই ধানগাছে রোগের প্রাদুর্ভাবও কম।রাসায়নিক সারের প্রয়োজনীয়তাও অনেক কম।এর বীজ আনা হয় বিভিন্ন ধান্য গবেষণা কেন্দ্র থেকে।আউশ বা আমনের পাশাপাশি সুগন্ধি ধানের চাষে লাভ নিশ্চিত বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।বিভিন্ন অনুষ্ঠানে গোবিন্দভোগ চালের ব্যবহার রয়েছে।বাজারে এর চাহিদাও যথেষ্ট।দামও যথেষ্ট বেশি।তাছাড়া এই ধানের ঝড়, জলে ঝরে যাওয়ার প্রবণতা কম।সেদিক থেকেও লাভবান হন চাষিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কম খরচে বেশি লাভের সুযোগ! গোবিন্দভোগ চাষেই, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল