কিন্তু আপনি কি জানেন এই বোলপুরের মধ্যে এমন একটি গ্রাম রয়েছে আদতে কিন্তু সেটি কোনও গ্রামই নয়! কী শুনে হকচকিয়ে যাচ্ছেন? কিন্তু এটা একদম সত্যি!
advertisement
আসলে কবিগুরুর এই শান্তিনিকেতনে অনেক জায়গাই রয়েছে দেখার মতো। যেমন খোয়াইয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া, আমার কুটির একাধিক জায়গা রয়েছে যেখানে ফিরে ফিরে আসেন পর্যটকের দল। কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা জানেন না।
শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই গ্রাম। এখানে এক ছাদের তলায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি। বোলপুর থেকে টোটো করে চলে আসা যায় এখানে। উত্তর-পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাঁদের জীবন যাত্রা দেখানো হয়েছে।
আরও পড়ুন: আগামী ১০ বছরে…! সোনার চেয়েও ‘দামি’ হবে এই ধাতু, জানেন কোন ‘মেটাল’? চমকাবেন শুনলেই!
এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে আপনাকে এই কথা বলার অপেক্ষা রাখে না।
তবে এবার প্রশ্ন এই গ্রামের প্রবেশ মূল্য ঠিক কত! আর কখন থেকে কখন পর্যন্ত এই গ্রাম ঘুরে দেখা যায়। মূলত এখানে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা। অন্যদিকে ৫ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। আর এখানে যদি আপনি ক্যামেরা বা মোবাইল এর মাধ্যমে ফটো শ্যুট করতে চান শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য তাহলে আপনাকে দিতে হবে ৫০ টাকা।
পাশাপাশি আপনি যদি পেশাগত কাজের জন্য এই গ্রামে যান তাহলে প্রত্যেক ঘণ্টা হিসেবে আপনাকে দিতে হবে হাজার টাকা। অন্যদিকে ফিল্ম বা ভিডিও শ্যুট করতে গেলে আপনাকে প্রত্যেক ঘণ্টার জন্য দিতে হবে ২০০০ টাকা। টিকিট কেনার সময় সকাল ০৯:৩০ থেকে বিকেল ০৪:৩০ এবং আপনি এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন সকাল ৯:৩০ থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত।
সৌভিক রায়