TRENDING:

Birbhum News: বোলপুরের পাশেই রয়েছে একটি গ্রাম, তবে সত্যি এটা কোন‌ও গ্রাম নয়! কী আছে এখানে?

Last Updated:

Birbhum News: বীরভূমের বোলপুর শান্তিনিকেতন। কমবেশি সকল পর্যটকদের কাছে শান্তিনিকেতন এক পরিচিত জায়গা। প্রত্যেকদিন দূর দুর্দান্ত থেকে বহু পর্যটক এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন। আর এই শান্তিনিকেতন একাধিক দেখার জায়গা রয়েছে। পাশাপাশি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের বোলপুর শান্তিনিকেতন। কমবেশি সকল পর্যটকদের কাছে শান্তিনিকেতন এক পরিচিত জায়গা। প্রত্যেকদিন দূর দুর্দান্ত থেকে বহু পর্যটক এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন। আর এই শান্তিনিকেতন একাধিক দেখার জায়গা রয়েছে। পাশাপাশি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
advertisement

কিন্তু আপনি কি জানেন এই বোলপুরের মধ্যে এমন একটি গ্রাম রয়েছে আদতে কিন্তু সেটি কোনও গ্রামই নয়! কী শুনে হকচকিয়ে যাচ্ছেন? কিন্তু এটা একদম সত্যি!

আরও পড়ুন: ‘দাদা, এটা আমার বার্থ…’, 3AC কোচে রিজার্ভ সিটে ঘুমন্ত লোকটিকে ডেকে তুললেন প্যাসেঞ্জার, পরক্ষণেই চরম কাণ্ড, TTE আসতেই পায়ের তলা থেকে সরল মাটি!

advertisement

আসলে কবিগুরুর এই শান্তিনিকেতনে অনেক জায়গাই রয়েছে দেখার মতো। যেমন খোয়াইয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া, আমার কুটির একাধিক জায়গা রয়েছে যেখানে ফিরে ফিরে আসেন পর্যটকের দল। কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা জানেন না।

আরও পড়ুন: একটাও ‘পথকুকুর’ নেই কোন ‘দেশে’ জানেন…? কী ভাবে পথকুকুর শূন্য হল এই দেশ? চমকে দেবে উত্তর, শিওর!

advertisement

শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই গ্রাম। এখানে এক ছাদের তলায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি। বোলপুর থেকে টোটো করে চলে আসা যায় এখানে। উত্তর-পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাঁদের জীবন যাত্রা দেখানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: আগামী ১০ বছরে…! সোনার চেয়েও ‘দামি’ হবে এই ধাতু, জানেন কোন ‘মেটাল’? চমকাবেন শুনলেই!

এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে আপনাকে এই কথা বলার অপেক্ষা রাখে না।

তবে এবার প্রশ্ন এই গ্রামের প্রবেশ মূল্য ঠিক কত! আর কখন থেকে কখন পর্যন্ত এই গ্রাম ঘুরে দেখা যায়। মূলত এখানে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা। অন্যদিকে ৫ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। আর এখানে যদি আপনি ক্যামেরা বা মোবাইল এর মাধ্যমে ফটো শ্যুট করতে চান শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য তাহলে আপনাকে দিতে হবে ৫০ টাকা।

advertisement

পাশাপাশি আপনি যদি পেশাগত কাজের জন্য এই গ্রামে যান তাহলে প্রত্যেক ঘণ্টা হিসেবে আপনাকে দিতে হবে হাজার টাকা। অন্যদিকে ফিল্ম বা ভিডিও শ্যুট করতে গেলে আপনাকে প্রত্যেক ঘণ্টার জন্য দিতে হবে ২০০০ টাকা। টিকিট কেনার সময় সকাল ০৯:৩০ থেকে বিকেল ০৪:৩০ এবং আপনি এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন সকাল ৯:৩০ থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বোলপুরের পাশেই রয়েছে একটি গ্রাম, তবে সত্যি এটা কোন‌ও গ্রাম নয়! কী আছে এখানে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল