দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে বলেন, “দুবরাজপুর শহরের জনঘনত্বের তুলনায় আয়তন অনেক বড়, প্রায় ১৭ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই শহর বিস্তৃত। শহরের বিভিন্ন অংশে উঁচু-নিচু ভূপ্রকৃতির কারণে পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই আম্রুত ২.০ প্রকল্পে এই নতুন জল প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।”
advertisement
এই প্রকল্পের আওতায় বীরভূমের দুবরাজপুর শহরে আরও দু’টি নতুন ওভারহেড রিজার্ভার (ওএইচআর) নির্মাণ করা হবে। একটি জলাধার তৈরি হবে ১১ নম্বর ওয়ার্ডে খাজা গরিব এন ওয়াজ মার্কেট কমপ্লেক্সের পিছনে এবং অপরটি রঞ্জন বাজার সংলগ্ন স্টেডিয়াম মাঠের কাছে। বর্তমানে শহরে তিনটি ওএইচআর থাকলেও নতুন দু’টি জলাধার নির্মাণের ফলে জল সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও মজবুত হবে।চেয়ারম্যান আরও জানান, “দুবরাজপুর শহরের একটি বড় প্রাকৃতিক সমস্যা হল মামা-ভাগ্নে পাথর পাহাড়। এই পাথুরে ভূগর্ভস্থ স্তরের কারণে টিউবওয়েল বা কুয়ো খনন করে জল পাওয়া যায় না। তাই প্রায় ১৪ কিলোমিটার দূর থেকে অজয় নদের জল এনে শহরের মানুষকে পানীয় জল সরবরাহ করতে হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে শহরের প্রতিটি বাড়িতে হাউস কানেকশনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। দীর্ঘদিনের জলকষ্ট থেকে মুক্তি পাবে দুবরাজপুর শহরের সাধারণ মানুষ। প্রশাসনের আশা, আম্রুত ২.০ প্রকল্পের এই জল প্রকল্প সম্পূর্ণ হলে আগামী দিনে দুবরাজপুর শহরে আর পানীয় জলের সমস্যা থাকবে না।





