TRENDING:

Birbhum News: জলের সমস্যা মেটাতে বড় পদক্ষেপ দুবরাজপুর পুরসভার! ৩৯ কোটি টাকা ব্যয়ে বসবে নতুন পাইপলাইন, অজয় থেকে আসবে জল

Last Updated:

Birbhum News: দুবরাজপুর শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটাতে বড়সড় উদ্যোগ নিল প্রশাসন। শহর জুড়ে জলকষ্টের স্থায়ী সমাধানে আম্রুত ২.০ প্রকল্পের আওতায় ৩৯ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নতুন পানীয় জল প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সুদীপ্ত গড়াই: দুবরাজপুর শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটাতে বড়সড় উদ্যোগ নিল প্রশাসন। শহর জুড়ে জলকষ্টের স্থায়ী সমাধানে আম্রুত ২.০ প্রকল্পের আওতায় ৩৯ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নতুন পানীয় জল প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হয়েছে বলে দুবরাজপুর পৌরসভা সূত্রে জানা গিয়েছে। আম্রুত ২.০ প্রকল্পের অধীনে এই জল প্রকল্পের কাজ করবে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট (এমইডি)। প্রকল্পের মাধ্যমে অজয় নদ থেকে পানীয় জল তুলে শহরে সরবরাহ করা হবে। রতনপুর-রসিদপুর এলাকায় অজয় নদের তীর থেকে জল নিয়ে ভীমগড়, গীতাভবন, পাঁচড়া হয়ে পাইপলাইনের মাধ্যমে দুবরাজপুর শহরে পৌঁছবে।
advertisement

দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে বলেন, “দুবরাজপুর শহরের জনঘনত্বের তুলনায় আয়তন অনেক বড়, প্রায় ১৭ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই শহর বিস্তৃত। শহরের বিভিন্ন অংশে উঁচু-নিচু ভূপ্রকৃতির কারণে পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই আম্রুত ২.০ প্রকল্পে এই নতুন জল প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: পেশায় অধ্যাপক, মাথায় ঘুরছে কৃষিকাজ! মেদিনীপুরের যুবকের অভিনব বিজনেস আইডিয়াতে রুক্ষ মাটিতে ফলছে ভারতসুন্দরী কুল, লাভ হচ্ছে অঢেল 

advertisement

এই প্রকল্পের আওতায় বীরভূমের দুবরাজপুর শহরে আরও দু’টি নতুন ওভারহেড রিজার্ভার (ওএইচআর) নির্মাণ করা হবে। একটি জলাধার তৈরি হবে ১১ নম্বর ওয়ার্ডে খাজা গরিব এন ওয়াজ মার্কেট কমপ্লেক্সের পিছনে এবং অপরটি রঞ্জন বাজার সংলগ্ন স্টেডিয়াম মাঠের কাছে। বর্তমানে শহরে তিনটি ওএইচআর থাকলেও নতুন দু’টি জলাধার নির্মাণের ফলে জল সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও মজবুত হবে।চেয়ারম্যান আরও জানান, “দুবরাজপুর শহরের একটি বড় প্রাকৃতিক সমস্যা হল মামা-ভাগ্নে পাথর পাহাড়। এই পাথুরে ভূগর্ভস্থ স্তরের কারণে টিউবওয়েল বা কুয়ো খনন করে জল পাওয়া যায় না। তাই প্রায় ১৪ কিলোমিটার দূর থেকে অজয় নদের জল এনে শহরের মানুষকে পানীয় জল সরবরাহ করতে হচ্ছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনির কৃষকদের ‘মাস্টারস্ট্রোক’, তছনছ হওয়া মাঠ এখন লক্ষ্মী লাভের খনি! সরষে চাষে ভাগ্যবদল
আরও দেখুন

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে শহরের প্রতিটি বাড়িতে হাউস কানেকশনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। দীর্ঘদিনের জলকষ্ট থেকে মুক্তি পাবে দুবরাজপুর শহরের সাধারণ মানুষ। প্রশাসনের আশা, আম্রুত ২.০ প্রকল্পের এই জল প্রকল্প সম্পূর্ণ হলে আগামী দিনে দুবরাজপুর শহরে আর পানীয় জলের সমস্যা থাকবে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: জলের সমস্যা মেটাতে বড় পদক্ষেপ দুবরাজপুর পুরসভার! ৩৯ কোটি টাকা ব্যয়ে বসবে নতুন পাইপলাইন, অজয় থেকে আসবে জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল