Business Idea: পেশায় অধ্যাপক, মাথায় ঘুরছে কৃষিকাজ! মেদিনীপুরের যুবকের অভিনব বিজনেস আইডিয়াতে রুক্ষ মাটিতে ফলছে ভারতসুন্দরী কুল, লাভ হচ্ছে অঢেল
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
West Medinipur Business Idea: বাংলা বিষয়ের অধ্যাপক, তবে মাথায় ঘুরছে কৃষিকাজ। সকালবেলায় ছাত্র-ছাত্রীদের পড়ান, আর অবসর সময়ে গাছের পরিচর্যা। জঙ্গলমহলের রুক্ষ্ম মাটিতে কীভাবে উপার্জন করা সম্ভব, তার নতুন পরিকল্পনা দিয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাংলা বিষয়ের অধ্যাপক, তবে মাথায় ঘুরছে কৃষিকাজ। সকালবেলায় ছাত্র-ছাত্রীদের পড়ান, আর অবসর সময়ে গাছের পরিচর্যা। জঙ্গলমহলের রুক্ষ্ম মাটিতে কীভাবে উপার্জন করা সম্ভব, তার নতুন পরিকল্পনা দিয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক। পঞ্চায়েত সমিতির সহযোগিতা নিয়ে জঙ্গলমহলের ১৪ একর জমিকে তৈরি করেছেন বিশাল এক বাণিজ্যিক ক্ষেত্রে। জঙ্গলমহলের রুক্ষ্ম মাটিতেই ফলিয়েছেন ‘ভারতসুন্দরী’ কুল, শীতেও ফলছে আম! বছরে লক্ষ লক্ষ টাকা আয়ের দিশা দেখাচ্ছেন মেদিনীপুরের অধ্যাপক। জঙ্গলমহলে যুবক-যুবতীদের কাছে অনুপ্রেরণার আরেক দৃষ্টান্ত এই অধ্যাপক।
জঙ্গলমহলের লাল, অনুর্বর মাটিকেও করে তুলেছেন সুজলাং সুফলা। রুক্ষ মাটিতে ফলিয়েছেন বিশেষ কুল। ভারত সুন্দরী বা আপেল কুল চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যুব সম্প্রদায়কে দিশা দেখাচ্ছেন মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রশান্তকুমার দাস। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সহযোগিতায়, মেদিনীপুর শহরের উপকন্ঠে দেলুয়া এলাকায় ১৪ একর জমি লিজ নিয়ে তিনি গড়ে তুলেছেন ‘ফরেস্ট পার্ক’ নামে এক ফলের বাগান। সেখানেই পাঁচ বিঘা জমিতে এই আপেল-কুল বা ভারতসুন্দরী কুলের চাষ করেছেন তিনি। রয়েছে একাধিক নিত্যনতুন ফলের গাছ। প্রতিবছরই কমবেশি ফল দিচ্ছে। রোজগার হচ্ছে সারা বছর।
advertisement
advertisement
এই শীতেও ওই বাগানে ফলিয়েছেন অলটাইম কাটিমন আম। বছরে দু’বার পাওয়া যায় এই আম। এর আগে গত মরশুমে এই বাগানে মিয়াজাকি, রেড পালমার, রেড আইভরির মতো মহা মূল্যবান আম ফলিয়েছেন তিনি। এই শীতে প্রশান্তবাবুর বাগানে আপেল-কুল, কাটিমন আম ছাড়াও ফলেছে পেঁপে, পেয়ারা প্রভৃতি ফল। শোভা পাচ্ছে রঙবেরঙ-এর নানা ফুলও। আর এই সমস্ত চাষই তিনি করেছেন জৈব সার প্রয়োগে। জৈব সার প্রয়োগ করে সামান্য কিছু অর্থ খরচ করে প্রতি বছর আপেল কুল চাষ করে বেশ কয়েক লক্ষ টাকার রোজগার করেছেন পশ্চিম মেদিনীপুরের এই অধ্যাপক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েত সমিতির সৌজন্যে গড়ে তোলা এই ফরেস্ট পার্কের মধ্য দিয়ে বেশ উপার্জন হচ্ছে অধ্যাপকের। বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছেন চাষবাসে স্বনির্ভর হওয়ার দিশা। বাংলা বিভাগের অধ্যাপক হয়েও কৃষিকাজে তার এই ভূমিকা সত্যি সমাজের কাছে অনুপ্রেরণা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 06, 2026 2:14 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: পেশায় অধ্যাপক, মাথায় ঘুরছে কৃষিকাজ! মেদিনীপুরের যুবকের অভিনব বিজনেস আইডিয়াতে রুক্ষ মাটিতে ফলছে ভারতসুন্দরী কুল, লাভ হচ্ছে অঢেল







