পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালা হাজরা এবং তাঁর শিশুকন্যার নাম বৃষ্টি হাজরা। গত মঙ্গলবার থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে গতকাল দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা মোড়ল পুকুরের জলে ভাসতে থাকা একটি দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মালা হাজরার দেহ উদ্ধার করে। এরপর থেকেই শুরু হয় নিখোঁজ শিশুটির সন্ধান।
advertisement
আরও পড়ুন: পাহাড়, জল, ইতিহাস…! বড়দিনে চিনে নিন বাঁকুড়ার জমাটি ৫ স্পট, কাতারে কাতারে বাড়ছে পর্যটকদের ভিড়
পুকুরে নেমে প্রথমে তল্লাশি চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকাবাসীর উদ্যোগে পুকুরে জাল নামানো হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দু’বছরের শিশু বৃষ্টি হাজরার দেহ। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। মৃতার কাকিশাশুড়ি চায়না হাজরা জানান, “আমার দেওরের ছেলের বউ মালা। পরশুদিন থেকে ও আর বাড়ি ফেরেনি। সঙ্গে ছিল ওর দু’বছরের মেয়ে। কোনও ঝগড়াঝাঁটি বা শত্রুতা ছিল না। কীভাবে এই ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝতে পারছি না।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, মৃতার স্বামী কাজের সূত্রে চেন্নাইয়ে রয়েছেন এবং শ্বশুর-শাশুড়ি আগেই মারা গিয়েছেন। ঘটনাটি নিয়ে দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজ বলেন, “নিখোঁজের খবর পেয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল, কিন্তু কোনও সূত্র মেলেনি। থানায় ডায়েরিও করা হয়। আজ ভোরে প্রথমে মায়ের দেহ এবং প্রায় দেড় ঘণ্টা পরে শিশুর দেহ উদ্ধার হয়। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।” বর্তমানে দুবরাজপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।






