পরিবারের অভিযোগ, মৃতের এক বন্ধু কথা বলে তাঁকে ডেকে নেয়। তারপর থেকেই আব্বাস নিখোঁজ হন। তার ফোন অবশ্য এখন অফ। পরিবারের ক্ষোভ, সন্দেহ ও কঠোর বিচারের দাবি স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিবেশী শেখ আলম বলেন, “আমরা বাড়িতে শুনলাম যে আমাদের একটা ছেলে মারা গিয়েছে। পরিবারকে নিয়ে এলাম, এসে দেখছি অফিসাররা মৃতদেহ বার করছে। এটা তো মনে হচ্ছে মেরে দিয়েছে। শাস্তি চাই। তদন্ত হোক সঠিকভাবে।” প্রতিবেশী ও পরিজনরা দ্রুত ও সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে এবং সিউড়ি থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ঘটনার কারণ নির্ণয় ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করার জন্য ঘটনার জায়গা, সিসিটিভি ক্যামেরা, পরিচিতি ও মোবাইল ফোন রেকর্ড যাচাই করছে।