TRENDING:

বন্ধুর একটা ফোন, 'বাইরে আসবি...?' তারপরেই সিউড়ি বাসস্ট্যান্ডে মিলল একটা রক্তাক্ত দেহ... চারদিক তোলপাড়

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে এবং সিউড়ি থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি: ফের শহরে হাড়হিম কাণ্ড। সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় রহস্যজনকভাবে যুবকের মৃতদেহ উদ্ধার। সূত্রের খবর, তিনি সিউড়ি মাদ্রাসাপল্লীর বাসিন্দা ও পেশায় ফল বিক্রেতা। পরিবারের বর্ণনা অনুযায়ী রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আব্বাস বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সোমবার সকালে এলাকাবাসী খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় তার দেহ পড়ে থাকতে দেখেন। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। সিউড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত শেখ আব্বাসউদ্দিনের স্ত্রী ও বৌদি
মৃত শেখ আব্বাসউদ্দিনের স্ত্রী ও বৌদি
advertisement

পরিবারের অভিযোগ, মৃতের এক বন্ধু কথা বলে তাঁকে ডেকে নেয়। তারপর থেকেই আব্বাস নিখোঁজ হন। তার ফোন অবশ্য এখন অফ। পরিবারের ক্ষোভ, সন্দেহ ও কঠোর বিচারের দাবি স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিবেশী শেখ আলম বলেন, “আমরা বাড়িতে শুনলাম যে আমাদের একটা ছেলে মারা গিয়েছে। পরিবারকে নিয়ে এলাম, এসে দেখছি অফিসাররা মৃতদেহ বার করছে। এটা তো মনে হচ্ছে মেরে দিয়েছে। শাস্তি চাই। তদন্ত হোক সঠিকভাবে।” প্রতিবেশী ও পরিজনরা দ্রুত ও সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে কাঁথিতে নতুন চমক! 'এই' ক্লাবে পাঁচ দিন ধরে কালীপুজো
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে এবং সিউড়ি থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ঘটনার কারণ নির্ণয় ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করার জন্য ঘটনার জায়গা, সিসিটিভি ক্যামেরা, পরিচিতি ও মোবাইল ফোন রেকর্ড যাচাই করছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুর একটা ফোন, 'বাইরে আসবি...?' তারপরেই সিউড়ি বাসস্ট্যান্ডে মিলল একটা রক্তাক্ত দেহ... চারদিক তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল