TRENDING:

Birbhum News: শরীর অসুস্থ, তবুও দুবরাজপুরের মাঠে হাজির! ভোটের আগে স্বমেজাজে অনুব্রত মণ্ডল!

Last Updated:

Birbhum News: শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তিনি প্রতিশ্রুতি রাখতেই পৌঁছে যান আদমপুরের মঞ্চে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, সুদীপ্ত গড়াই: দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামপঞ্চায়েতের আদমপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ডঃ এ.পি.জে. আব্দুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় রবিবার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তিনি প্রতিশ্রুতি রাখতেই পৌঁছে যান আদমপুরের মঞ্চে।
অনুব্রত মণ্ডল 
অনুব্রত মণ্ডল 
advertisement

মঞ্চে উঠে অনুব্রত মণ্ডল জানান, আগের দিন একটি ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁর শরীরে জ্বর দেখা দেয়। তিনি বলেন, “কালকে একটা ভ্যাকসিন নিয়েছি, পাঁচ বছর যেটা নিই আমি। তার রাত থেকে প্রচণ্ড জ্বর। ভাবতেই পারিনি যে আজ আদমপুরে আসতে পারব। কিন্তু এই আদমপুরের মাটির টান আমাকে ডেকে এনে দিল।” তিনি দর্শক, মাঠে উপস্থিত অতিথি এবং খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আদমপুরের মানুষকে ধন্যবাদ জানাই। মাঠে যারা আছেন, তাদের ধন্যবাদ জানাই। প্লেয়ারদের অশেষ ধন্যবাদ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
আরও দেখুন

এদিনের বক্তব্যে অনুব্রত মণ্ডল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “৩৪ বছরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আবার খেলাধুলো গ্রামগঞ্জে জেগে উঠেছে। এর জন্য গ্রামগঞ্জের মানুষকে ধন্যবাদ।” শরীর খারাপ হলেও আদমপুরের মানুষের প্রতি টান এবং প্রতিশ্রুতি রাখতেই অনুষ্ঠানে হাজির হন অনুব্রত মণ্ডল। তাঁর এই উপস্থিতি ও বক্তব্যে উৎসাহিত হয় স্থানীয় বাসিন্দা ও ফুটবলপ্রেমীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শরীর অসুস্থ, তবুও দুবরাজপুরের মাঠে হাজির! ভোটের আগে স্বমেজাজে অনুব্রত মণ্ডল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল