TRENDING:

জলমগ্ন অঙ্গনওয়াড়ি, সাপ-পোকায় শিশুদের আতঙ্ক!

Last Updated:

বীরভূমের তাঁতীপাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জলমগ্ন ঘর, সাপ-পোকায় আতঙ্কিত খুদেরা, নীরব প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিভাবকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুদীপ্ত গড়াই, বীরভূম: একদিকে “সর্বশিক্ষা অভিযান”, অন্যদিকে জলমগ্ন ভবন! শিশুর উন্নতির স্বপ্ন চোখে থাকলেও বাস্তব ভীষণ করুণ। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধীবরপাড়া ১২৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চিত্র যেন অবিশ্বাস্য।
advertisement

একটু বৃষ্টি হলেই জলে থইথই হয়ে ওঠে পুরো অঙ্গনওয়াড়ি ভবন। পঠন পাঠন তো দূরের কথা, শিশুদের বসার জায়গাটুকুও থাকে না। রান্নাঘর থেকে ক্লাসঘর, সব কিছুতেই জমে থাকে জল। এর মধ্যেই প্রবেশ করে বিষধর সাপ, বিছে, পোকা-মাকড়। আতঙ্কে কেউ সন্তানকে পাঠাতে চায় না এই শিক্ষাকেন্দ্রটিতে। স্থানীয় বাসিন্দা ঝুম্পা ধীবরের কথায়, “বাচ্চারা বসতে পারে না, পড়াশোনা বন্ধ। আমরা ভয় পাই। সাপ-বিছে, পোকামাকড় উঠে আসে জলের সঙ্গে।

advertisement

শুধু স্থানীয়রাই নন, রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার গড়াই নিজেও প্রশ্ন তোলেন, যাদের উন্নতি চাই, সেই শিশুরাই আজ অস্বাস্থ্যকর পরিবেশে! এভাবে কীভাবে ভবিষ্যৎ গড়বে?

আরও পড়ুন: ভারতের সঙ্গে পাক ক্রিকেট খেলা হোক বলেছেন সৌরভ গাঙ্গুলী, তাতেই গর্জে উঠেছে ঝালদাবাসী!

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শত বছরের প্রাচীন শিল্প এখন ব্র্যান্ড! সামান্য কুটির শিল্পের হাত ধরে বিশ্বের দরবারে দাঁতন
আরও দেখুন

অভিযোগ , বছরের পর বছর এই সমস্যা থাকলেও নীরব থেকেছে আইসিডিএস, পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন। অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ একাধিকবার জানালেও কার্যত কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনগর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায় বলেন, আমার কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলমগ্ন অঙ্গনওয়াড়ি, সাপ-পোকায় শিশুদের আতঙ্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল