এই চিকিৎসক একুশের বিধানসভা নির্বাচনে মুরারই বিধানসভা কেন্দ্র থেকে শাসকদল তৃণমূল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। বিপুল ভোটে জয়লাভ করার পর বিধায়ক হলেও তিনি তার চিকিৎসা পরিষেবা সমানভাবে বজায় রেখেছেন। তার চিকিৎসা পরিষেবা সমানভাবে বজায় রাখার ছবি ধরা পড়লো বৃহস্পতিবার। এদিন বীরভূমের মুরারই স্টার ক্লাবের উদ্যোগে একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই চিকিৎসা শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয় সাধারণ দুঃস্থ দরিদ্র মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। আর এই শিবিরেই পরিষেবা দিতে লক্ষ্য করা গেল এলাকার বিধায়ক তথা শিশু বিশেষজ্ঞ মোশারফ হোসেনকে (Birbhum MLA Mosarraf Hossain) ।
advertisement
তিনি এদিন অন্যান্য চিকিৎসকদের মতোই ক্যাম্পে একের পর এক শিশুর চিকিৎসা করেন। এইভাবে বিধায়ক চিকিৎসকের হাতে চিকিৎসা পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে চিকিৎসক মোশারফ হোসেন আমাদের জানিয়েছেন, তিনি এর আগেও বিভিন্ন জায়গায় এমন বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। তবে বিধায়ক হওয়ার পর এই প্রথম তিনি এই ভাবে পরিষেবা দিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এমন পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আপ্লুত।
এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, আগামী দিনে এই বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় এমন বিনামূল্যে চিকিৎসা শিবির করা হবে এবং সেগুলিতেও তিনি উপস্থিত থেকে আর পাঁচটা চিকিৎসকের মতোই পরিষেবা দেবেন। অন্যদিকে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মুরারইয়ের অবস্থান ভৌগলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: 'বাবা-বেবি ও শ্বশুরমশাই' ! সৃজিতের নতুন ছবিতে আটকে গেল ভুঁড়ি ! তারপর...
একদিকে এই এলাকা বীরভূমের শেষ প্রান্ত, অন্যদিকে রয়েছে ঝাড়খন্ড এবং মুর্শিদাবাদ। যে কারণে এখানকার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তা আগামীদিনের স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার বিষয়ে স্বাস্থ্য দপ্তরে আবেদন জানানো হয়েছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত হলে বহু মানুষ উপকৃত হবেন। কারণ এমনিতেই এই এলাকা থেকে রামপুরহাট প্রায় ৩৫ কিলোমিটার দূরে।
মাধব দাস