আরও পড়ুন: 'নেই' স্কুলের শিক্ষক ৩! সোনারপুরের আজব স্কুলের গল্প শুনলে তাজ্জব হবেন!
কীর্ণাহার ও নানুর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায়, আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা ছিল এই দু'জন দুস্কৃতীর। বাইকে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়েই নানুর থানার পালিতপুর থেকে এই আগ্নেয়াস্ত্র-সহ দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দু'জনের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম পিস্তল, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শাটার ও ৩৮ রাউন্ড কার্তুজ।
advertisement
আরও পড়ুন: ক্রেতা সুরক্ষায় নজর, রাজ্যের স্কুলে স্কুলে তৈরি নয়া ক্লাব, কী ভূমিকা ক্লাবের?
এ প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, 'গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ-সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই এই দু'জন দুষ্কৃতীর নাম উঠে আসে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা ছিল। তারপরই নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ পালিতপুর থেকে এই দু'জন দুষ্কৃতীকে ধরে ফেলে। এরা বাইকে করে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র, গুলি ও বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। আজ তাদের পেশ করা হবে আদালতে।'
Supratim Das