TRENDING:

Birbhum Latest Crime News|| ভরদুপুরে বাইকে করে কী পাচার হচ্ছে? বীরভূম পুলিশের তল্লাশিতে লুকিয়ে আসল চমক!

Last Updated:

Birbhum Latest crime News: গোপন সূত্রে খবর পেয়ে ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। ২৭ এপ্রিল বীরভূমের কীর্ণাহার থানা এলাকা থেকে ৫৭ রাউন্ড কার্তুজ-সহ দু'জন দুস্কৃতীকে আটক করে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কীর্ণাহার: আবারও সাফল্য বীরভূম জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। ২৭ এপ্রিল বীরভূমের কীর্ণাহার থানা এলাকা থেকে ৫৭ রাউন্ড কার্তুজ-সহ দু'জন দুস্কৃতীকে আটক করে পুলিশ। তারপরই সেই সূত্র ধরেই এই সাফল্য পুলিশের। বীরভূম জেলা পুলিশের তরফ থেকে মঙ্গলবার দুপুরে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড কার্তুজ-সহ দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement

আরও পড়ুন: 'নেই' স্কুলের শিক্ষক ৩! সোনারপুরের আজব স্কুলের গল্প শুনলে তাজ্জব হবেন!

কীর্ণাহার ও নানুর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায়, আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা ছিল এই দু'জন দুস্কৃতীর। বাইকে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়েই নানুর থানার পালিতপুর থেকে এই আগ্নেয়াস্ত্র-সহ দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দু'জনের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম পিস্তল, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শাটার ও ৩৮ রাউন্ড কার্তুজ।

advertisement

আরও পড়ুন: ক্রেতা সুরক্ষায় নজর, রাজ্যের স্কুলে স্কুলে তৈরি নয়া ক্লাব, কী ভূমিকা ক্লাবের? 

এ প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, 'গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ-সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই এই দু'জন দুষ্কৃতীর নাম উঠে আসে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা ছিল। তারপরই নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ পালিতপুর থেকে এই দু'জন দুষ্কৃতীকে ধরে ফেলে। এরা বাইকে করে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র, গুলি ও বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। আজ তাদের পেশ করা হবে আদালতে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Latest Crime News|| ভরদুপুরে বাইকে করে কী পাচার হচ্ছে? বীরভূম পুলিশের তল্লাশিতে লুকিয়ে আসল চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল