পুজোর আগে সিউড়ি সংলগ্ন ভূরকুনা অঞ্চলের শেখডিহি গ্রামে তারা আয়োজন করে ‘এক টাকার বাজার’। যেখানে আদিবাসী শিশুদের মাত্র এক টাকায় দেওয়া হয় নতুন জামাকাপড়। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই ৭৭ জন শিশুকে পোশাক তুলে দেওয়া হয়েছে, লক্ষ্য ১১১ জনকে উপহার দেওয়া।
আরও পড়ুন: শাল-মহুলে ঘেরা মনোরম জঙ্গলমহল! পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান? অপেক্ষায় নতুন ‘আনন্দ’
advertisement
বীরভূমের ওই সংস্থার সম্পাদক প্রিয়নীল পাল জানিয়েছেন, “এটা দান নয়, উপহার। আমরা চাই না কেউ যেন মনে করেন তারা দান নিচ্ছেন। আত্মসম্মান অটুট রাখতে প্রতীকী এক টাকা নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, “আমাদের মূল উদ্দেশ্য, যাদের হাতে আমরা এই উপহার তুলে দিচ্ছি, তারা যেন সমান মর্যাদায় তা গ্রহণ করতে পারেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রিয়নিলের আশা, আগামী দিনে আরও মানুষ এই উদ্যোগে যুক্ত হলে পুজোর চার দিনই হয়তো এক টাকার বিনিময়ে চারটি পোশাক দেওয়া সম্ভব হবে। আপাতত প্রথম ধাপে ৭০-এর বেশি মানুষের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়েছে এবং জেলার বিভিন্ন এলাকায় আরও কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। পুজোর আগে যেখানে এই সকল দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা চিন্তায় থাকে পুজোয় নতুন জামাকাপড় মিলবে তো? সেই জায়গায় সম্মানের সঙ্গে ওই সংস্থার এমন আয়োজন নজর কেড়েছে এলাকায়, যারাই এমন উদ্যোগের বিষয়টি শুনছেন তারাই স্যালুট জানাতে ভুলছেন না।





