দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় আয়োজিত ‘অগ্রহায়ণ কালীপুজো’ এ বছর ২৫ বছরে পড়ল। প্রতিবছরই নতুনত্বে ভরপুর থিমের জন্য পরিচিত জ্বলন্ত সমিতির এই পুজো ইতিমধ্যে শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এ বছর তাদের থিম ‘অপারেশন সিঁদুর’। উদ্যোক্তাদের দাবি এই থিমের মাধ্যমে একদিকে তুলে ধরা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অভেদ্য সাহস ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপট, অন্যদিকে ‘সিঁদুর’ শব্দের মাধ্যমে প্রতীকীভাবে নারীশক্তি, মাতৃশক্তি ও সুরক্ষার বার্তা। স্থানীয় মানুষেরা বলছেন, থিমটি শুধু দর্শনীয়ই নয়, বরং বর্তমান সময়ের প্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক।
advertisement
এক্স-আর্মি গৌতম দাস বলেন, “দেশের জন্য এত বছর কাজ করেছি। আজ পাড়ার ছেলেরা এমন থিম বেছে আমাদের উদ্বোধনে ডাকায় আমরা সত্যিই গর্বিত। জ্বলন্ত সমিতির সকলকে ধন্যবাদ।” জ্বলন্ত সমিতির সম্পাদক অজয় দাস জানান, “আমরা প্রতি বছর সমাজমূলক বার্তা নিয়ে থিম পুজো করি। এবারে ‘অপারেশন সিঁদুর’। পাশাপাশি শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করেছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরজুড়ে ইতিমধ্যেই এই থিম ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পুজোর দিন দুয়েক পরেও এই থিম নিয়ে সাধারণ মানুষদের মধ্যে আলোচনার শেষ নেই। সবাই এমন থিমে খুশি তা দর্শনার্থীদের কথাতেই স্পষ্ট।





