TRENDING:

Agrahayana Kali Puja: দেশপ্রেমের জ্বলন্ত নজির জ্বলন্ত ক্লাবে, ফুটে উঠল অগ্রহায়ণের কালীপুজোয়! ভক্তির সঙ্গে স্যালুট জানাচ্ছেন দর্শনার্থীরা

Last Updated:

Birbhum Agrahayana Kali Puja: কার্তিকের পরে অগ্রহায়ণ মাসে আয়োজন করা হয় এক বিশেষ কালীপুজোর। শহরবাসীর কাছে যা এক অনন্য আকর্ষণ ও চমকের বিষয়। শুধু তারিখেই নয়, রীতিনীতি ও ভাবনাতেও আলাদা এই পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: পুজো মানেই কার্তিক মাসের আলোর উৎসব, এমনটাই জানেন অধিকাংশ মানুষ। কিন্তু তার মাঝেও ব্যতিক্রম ঘটায় বীরভূমের দুবরাজপুর। কারণ এখানেই কার্তিকের পরে অগ্রহায়ণ মাসে আয়োজন করা হয় এক বিশেষ কালীপুজোর। শহরবাসীর কাছে যা এক অনন্য আকর্ষণ ও চমকের বিষয়। শুধু তারিখেই নয়, রীতিনীতি ও ভাবনাতেও আলাদা এই পুজো।
advertisement

দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় আয়োজিত ‘অগ্রহায়ণ কালীপুজো’ এ বছর ২৫ বছরে পড়ল। প্রতিবছরই নতুনত্বে ভরপুর থিমের জন্য পরিচিত জ্বলন্ত সমিতির এই পুজো ইতিমধ্যে শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এ বছর তাদের থিম ‘অপারেশন সিঁদুর’। উদ্যোক্তাদের দাবি এই থিমের মাধ্যমে একদিকে তুলে ধরা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অভেদ্য সাহস ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপট, অন্যদিকে ‘সিঁদুর’ শব্দের মাধ্যমে প্রতীকীভাবে নারীশক্তি, মাতৃশক্তি ও সুরক্ষার বার্তা। স্থানীয় মানুষেরা বলছেন, থিমটি শুধু দর্শনীয়ই নয়, বরং বর্তমান সময়ের প্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক।

advertisement

আরও পড়ুন: ৭৫ বছরের বাঁধ বিপদে! বীরভূমের তিলপাড়া ব্যারেজের আমূল সংস্কার নিয়ে বড় পরিকল্পনা, যান চলাচল নিয়েও হতে পারে বড় সিদ্ধান্ত

View More

এক্স-আর্মি গৌতম দাস বলেন, “দেশের জন্য এত বছর কাজ করেছি। আজ পাড়ার ছেলেরা এমন থিম বেছে আমাদের উদ্বোধনে ডাকায় আমরা সত্যিই গর্বিত। জ্বলন্ত সমিতির সকলকে ধন্যবাদ।” জ্বলন্ত সমিতির সম্পাদক অজয় দাস জানান, “আমরা প্রতি বছর সমাজমূলক বার্তা নিয়ে থিম পুজো করি। এবারে ‘অপারেশন সিঁদুর’। পাশাপাশি শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করেছি।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের দুবরাজপুরে জ্বলন্ত ক্লাবের অগ্রহায়ণ কালীপুজোর থিম অপারেশন সিঁদুর
আরও দেখুন

শহরজুড়ে ইতিমধ্যেই এই থিম ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পুজোর দিন দুয়েক পরেও এই থিম নিয়ে সাধারণ মানুষদের মধ্যে আলোচনার শেষ নেই। সবাই এমন থিমে খুশি তা দর্শনার্থীদের কথাতেই স্পষ্ট।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agrahayana Kali Puja: দেশপ্রেমের জ্বলন্ত নজির জ্বলন্ত ক্লাবে, ফুটে উঠল অগ্রহায়ণের কালীপুজোয়! ভক্তির সঙ্গে স্যালুট জানাচ্ছেন দর্শনার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল