আরও পড়ুন: সেনা-চাকরি প্রত্যাশীদের অনুপ্রাণিত করতে যা করলেন যুবক, অবিশ্বাস্য!
কিন্তু এই টিউমার সাধারণ টিউমারের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছিল। প্রায় ১২ সেমি বড় আকার নিয়েছিল লিভারের রক্ত নালিতে থাকা টিউমারটি । ঝাড়খণ্ডের কাঠিকন্ড গ্রামের ওই রুগীর বয়স ৪১ বছর । এই রোগের চিকিৎসা করতে এগিয়ে এসেছিলেন যে ডাক্তাররা, তাঁরা জানিয়েছিলেন এই টিউমারে সামান্য আঘাতে হতে পারে রক্তক্ষরণ । আর সেই থেকে ঘটতে পারে রোগীর মৃত্যুও ।
advertisement
আরও পড়ুন: 'এখন আপনি কোন দলে?' দুয়ারে যেতেই কটাক্ষের মুখে বিধায়ক!
এমনকি বেশিদিন ধরে এই টিউমার লিভারের মধ্যে থাকলে তা পরিণত হতে পারে ক্যান্সারেও । তাই অস্ত্রোপচারের সিদ্ধান্তে আসেন চিকিৎসকরা । অবশেষে সিউড়ির মর্ডান নার্সিং হোমে অস্ত্রোপচার হয় সফলভাবে । অস্ত্রোপচার করেন সার্জেন ডাক্তার অভিদেপ দে ও অ্যানাসথেটিস্ট ডাক্তার ধীমান নিয়োগী । ডাঃ অভিদেপ দে জানান , " ওই রোগীর বাড়ি ঝাড়খণ্ডের কাঠিকন্ড এলাকায় । ওনার লিভারের রক্তনালীতে টিউমার ছিলো । যা প্রায় ১২ সেমি বড়ো । তবে টিউমারে কোনো কারণবশত রক্তক্ষরণ শুরু হলে তাতে রোগীর মৃত্যুও ঘটতে পারে এমনকি বেশিদিন এই টিউমার লিভারে থাকলে তা ক্যান্সারেও পরিণত হতে পারে । তাই সিদ্ধান্তনি অস্ত্রোপচারের । অবশেষে সিউড়ির মর্ডার নার্সিং হোমে সফলভাবে হয় অস্ত্রোপচার । কেটে বাদ দেওয়া হয় টিউমারের অংশটি । বর্তমানে রোগী সুস্থ । কিছুদিন নজরে রেখে নার্সিং হোম থেকে ছাড়া হবে তাকে । "