TRENDING:

West Bengal News: মহিলার লিভারে এ কী জিনিস! প্রাণ ফিরিয়ে দিলেন বীরভূমের চিকিৎসক

Last Updated:

West Bengal News: ডাক্তারি পরিভাষায় এই রোগের পুরো নাম হলো ' লিভার হেমানজিওমা ' । লিভারের রক্তনালিতে হয় এই টিউমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: বীরভূমের সিউড়িতে আবারও সাফল্য অস্ত্রোপচারে ।  তবে এই অস্ত্রোপচার হয় লিভারে । লিভারের রক্তনালীতে হয় ১২ সেমির টিউমার । আর সেই টিউমারই সফলভাবে অস্ত্রোপচার করেন চিকিৎসক অভিদেপ দে। সিউড়ির মডার্ন নার্সিং হোমে হয় এই অপারেশন। ঝাড়খণ্ডের কাঠিকন্ড এলাকার বাসিন্দা এক মহিলার শরীরে বেশ কয়েক দিন ধরেই বাসা বেঁধে ছিলো লিভারে টিউমার । যা দীর্ঘদিন ধরেই দারুন সমস্যায় ফেলেছিল ওই মহিলাকে। তবে ডাক্তারি পরিভাষায় এই রোগের পুরো নাম হলো  ' লিভার হেমানজিওমা ' । লিভারের রক্তনালিতে হয় এই টিউমার।
চিকিৎসকের সাফল্য
চিকিৎসকের সাফল্য
advertisement

আরও পড়ুন: সেনা-চাকরি প্রত্যাশীদের অনুপ্রাণিত করতে যা করলেন যুবক, অবিশ্বাস্য!

কিন্তু এই টিউমার সাধারণ টিউমারের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছিল। প্রায় ১২ সেমি বড় আকার নিয়েছিল লিভারের রক্ত নালিতে থাকা টিউমারটি । ঝাড়খণ্ডের কাঠিকন্ড গ্রামের ওই রুগীর বয়স ৪১ বছর । এই রোগের চিকিৎসা করতে এগিয়ে এসেছিলেন যে ডাক্তাররা, তাঁরা জানিয়েছিলেন এই টিউমারে সামান্য আঘাতে হতে পারে রক্তক্ষরণ । আর সেই থেকে ঘটতে পারে রোগীর মৃত্যুও ।

advertisement

আরও পড়ুন: 'এখন আপনি কোন দলে?' দুয়ারে যেতেই কটাক্ষের মুখে বিধায়ক!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমনকি বেশিদিন ধরে এই টিউমার লিভারের মধ্যে থাকলে তা পরিণত হতে পারে ক্যান্সারেও ।  তাই অস্ত্রোপচারের সিদ্ধান্তে আসেন চিকিৎসকরা । অবশেষে সিউড়ির মর্ডান নার্সিং হোমে অস্ত্রোপচার হয় সফলভাবে । অস্ত্রোপচার করেন সার্জেন ডাক্তার অভিদেপ দে ও অ্যানাসথেটিস্ট ডাক্তার ধীমান নিয়োগী । ডাঃ অভিদেপ দে জানান , " ওই রোগীর বাড়ি ঝাড়খণ্ডের কাঠিকন্ড এলাকায় । ওনার লিভারের রক্তনালীতে টিউমার ছিলো । যা প্রায় ১২ সেমি বড়ো । তবে টিউমারে কোনো কারণবশত রক্তক্ষরণ শুরু হলে তাতে রোগীর মৃত্যুও ঘটতে পারে এমনকি বেশিদিন এই টিউমার লিভারে থাকলে তা ক্যান্সারেও পরিণত হতে পারে । তাই সিদ্ধান্তনি অস্ত্রোপচারের । অবশেষে সিউড়ির মর্ডার নার্সিং হোমে সফলভাবে হয় অস্ত্রোপচার । কেটে বাদ দেওয়া হয় টিউমারের অংশটি । বর্তমানে রোগী সুস্থ । কিছুদিন নজরে রেখে নার্সিং হোম থেকে ছাড়া হবে তাকে । "

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মহিলার লিভারে এ কী জিনিস! প্রাণ ফিরিয়ে দিলেন বীরভূমের চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল