TRENDING:

Birbhum News: হাজার হাজার কিউসেক জল...! প্লাবিত একের পর এক এলাকা, কীভাবে কাটছে বীরভূমের এইসব বাসিন্দাদের, দেখলে কষ্ট পাবেন

Last Updated:

Birbhum News: চারদিকে জল জমে থাকা অবস্থায় যাতায়াতের উপায় নেই বললেই চলে। বিপাকে পড়েছেন বীরভূমের একাংশের স্কুল পড়ুয়া, রোগী ও সাধারণ মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিগত বেশ কয়েকদিন ধরে দিন রাত লাগাম ছাড়া বৃষ্টিপাত হচ্ছে বীরভূম সহ পার্শ্ববর্তী ঝাড়খন্ড এলাকায়। আর তাতেই কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূমের বিভিন্ন জায়গায়। বীরভূমের একাধিক জলাধার থেকে দফায় দফায় ছাড়া হচ্ছে জল। বীরভূমের বৈধরা জলাধার থেকে এদিন তিন দফায় প্রায় ৩৮০০ কিউসেক করে জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ড ও বাংলার লাগাতার বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে ব্রাহ্মণী ও ত্রিপিতি নদী। জলস্তর ক্রমশ বাড়তে থাকায় বীরভূমের সীমান্তবর্তী একাধিক গ্রাম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্বিগ্ন বাউটিয়া ও হরিদাসপুর অঞ্চলের বাসিন্দারা। নদীর জল ঢুকে পড়ায় ওই দুই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement

চারদিকে জল জমে থাকা অবস্থায় যাতায়াতের উপায় নেই বললেই চলে। বিপাকে পড়েছেন বীরভূমের একাংশের স্কুল পড়ুয়া, রোগী ও সাধারণ মানুষ। ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধার থেকে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ ছাড়া হয়েছে প্রায় ২২,৩৮৭ কিউসেক জল। এরপরই আবার মঙ্গলবার লাগাতার জল ছাড়া হয়েছে। তার সঙ্গে ঝাড়খণ্ডের ত্রিপিতি নদীর জলও দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় বিপদ দ্বিগুণ হয়েছে। নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে নলহাটি এক নম্বর ব্লকের একাধিক গ্রাম। ছাচকা, দস্তরপুর, ভগবতীপুর, সোনার কুন্ডু-সহ বিস্তীর্ণ অঞ্চল।

advertisement

আরও পড়ুন: ভাবা যায়…! ডিজিটাল ইন্ডিয়ার যুগেও বাংলার এই গ্রামে নেই মোবাইল নেটওয়ার্ক! কল, এসএমএস করতে ভরসা ফাঁকা মাঠ

অন্যদিকে রামেশ্বরপুর গ্রামে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় মঙ্গলবার বিকেল থেকেই প্রবল জলস্রোতে প্লাবিত হচ্ছে বড়লা গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা। জমিও ডুবে গিয়েছে জলের তলায়। দস্তরপুর গ্রামের বাসিন্দারা বলেন, “আমরা চারদিক থেকে ঘেরা জল। গ্রামের মধ্যেই আটকে পড়েছি।” প্রশাসনের নজর এড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কাজে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর জলস্তরের উপর নজর রাখা হচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এর পাশাপাশি সোনার কুন্ডু এসপি হাইস্কুল স্কুলের মধ্যে প্রায় এক হাজার ছাত্রছাত্রী রয়েছে। যারা বিভিন্ন আশেপাশে গ্রাম থেকে নৌকা পারাপার করে স্কুলে এসে পৌঁছায়। তবে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সবকিছু ডুবে যাওয়ার ফলে নৌকা পারাপার বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে গেলে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার ঘুর পথে এসে পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। যতদিন পর্যন্ত সেই জলের পরিমাণ না কমছে ততদিন স্কুলে আসতে পারবে না ছাত্রছাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: হাজার হাজার কিউসেক জল...! প্লাবিত একের পর এক এলাকা, কীভাবে কাটছে বীরভূমের এইসব বাসিন্দাদের, দেখলে কষ্ট পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল