রাজনগর নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চক্ষু পরীক্ষা শিবিরের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী। সঙ্গে ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, এডিশনাল এসপি বোলপুর সুজিত কুমার দে, ডিএসপি হেডকোয়ার্টার মুহতাসিম আক্তার, শংকর নেত্রালয়ের ডক্টর অপূর্ব ঘোষ, রাজনগরের বিডিও শুভদীপ পালিত, সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত, ফরেস্ট রেঞ্জার কুদরাত-এ-খুদা সহ বিশিষ্টজনেরা।
advertisement
বীরভূম জেলা পুলিশ সুপার নাগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার শিবির থেকে এই অনুপ্রেরণা পেয়েছেন যে পুলিশ যদি মানুষের দুয়ারে পৌঁছাতে পারে তাহলেও সেটা একটা ভালো দিক খুলে যাবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর এবং পরিষেবা দানের ক্ষেত্রে।' বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী জেলা পুলিশ সুপারের প্রশংসার পাশাপাশি তিনি জানান পুলিশ শুধু চোর ডাকাতই ধরে না, সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের পরিষেবাও দিতে পারে এবং কাজ করার মানসিকতা থাকলে কোন কিছুই আটকায় না, সেটা বীরভূম জেলা পুলিশ দেখিয়ে দিয়েছেন।'
ডিএসপি হেডকোয়ার্টার মুহতাসিম আক্তার বলেন, 'পুলিশ বিভিন্ন সময়ে জনসেবামূলক কাজ করে চলেছে। রাজনগর থানায় কিছুদিন আগে আপনার থানা আপনার পাড়ায় এবং রক্তদান শিবির আয়োজিত হয়েছে, রাজনগর থানার ব্যবস্থাপনায় আজকে ফের এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হচ্ছে এবং এগুলিতে এলাকার সাধারণ মানুষ যেভাবে, সাড়া দিচ্ছেন তাতে তাদের ধন্যবাদ জানাই।' ডক্টর অপূর্ব ঘোষ জানান এখানে যাদের চক্ষু পরীক্ষা করা হবে এবং যাদের অপারেশনের প্রয়োজন হবে তাদের বিনামূল্যে কলকাতায় নিয়ে গিয়ে সেখানে অপারেশন করে ফের বাড়ি পৌঁছে দেওয়া হবে। যেসব রোগীদের চশমার প্রয়োজন হবে তাদের চশমাও বিতরণ করা হবে বলে জানান তিনি। রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধক্ষ সুকুমার সাধু চক্ষু পরীক্ষা শিবির করার জন্য জেলা পুলিশ সুপার সহ অন্যান্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন: মাঝরাতে বাড়ির অন্দরেও 'খেলা হবে'! সায়নী ঘোষের এই ভিডিও আপনার মন জিতে নিতে বাধ্য...
বিডিও শুভদীপ পালিত জানান, বহু দুঃস্থ গরীব মানুষ কোথাও দূরে চক্ষু পরীক্ষা করতে যেতে পারেন না, তাঁরা এখানে এসে চক্ষু পরীক্ষা করাতে পারছেন। মানুষের দৃষ্টিশক্তি দুর্বল থাকলে বাইক চালানোর সময় দুর্ঘটনাও বাড়ে। সুতরাং চক্ষুর মত এক অমূল্য সম্পদের চিকিৎসার জন্য যারা শিবির করেছেন তাদের ধন্যবাদ জানাই। অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিৎ কুমার দে বলেন, 'আমাদের রাজ্যের সবচেয়ে নামকরা শংকর নেত্রালয়, সেখান থেকে নামকরা চক্ষু বিশেষজ্ঞরা এসে এখানে যে চক্ষু পরীক্ষা করছেন সাধারণ মানুষদের, তাতে এলাকার লোক খুবই উপকৃত হবেন। রাজনগরের ফরেস্ট রেঞ্জার কুদরাত-এ-খুদা রাজনগরে গ্রামীণ এলাকায় এই ধরনের চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হওয়ায় বীরভূম জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। রাজনগরে নজরুল মঞ্চ আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবির শংকর নেত্রালয় এর নামকরা ৯জন চক্ষু চিকিৎসক এলাকার তিনশোরও অধিক মানুষদের চক্ষু পরীক্ষা করান রাজনগরের বহিলাপারা, আরালি, খোদাইবাগ, রানীগ্রাম গাঙ্গমুড়ি সহ বিভিন্ন গ্রামের মানুষ এসে নিজেদের চক্ষু পরীক্ষা করান এই শিবিরে।