এ দিন যদুরায় স্কুলে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়-সহ অন্যান্য সকলে। আরও উপস্থিত ছিলেন যদুরায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের অন্যান্য কর্মচারীরা। জেলাশাসক বিধান রায় বলেন, "আজ থেকে আমাদের ছোটদের ভ্যাকসিনেশন অর্থাৎ ১২-১৪ বছরের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আজ আমরা সিউড়ি ১ ব্লকের তরফ থেকে করিধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে ভ্যাকসিন দেওয়া শুরু করি।" উপস্থিত ছিলেন সিএমওএইচ (CMOH), বিডিও (BDO) ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
আরও পড়ুন: নদিয়া থেকে দৌড়ে দার্জিলিং! এই এক লক্ষ্য নিয়ে যাত্রাশুরু মহিতোষ ও সঙ্গীদের...
এই ভ্যাকসিনের একটি নতুন ভাগ হল কোর্ডউইল ভ্যাক্স। যা এই ১২-১৪ বছর বয়সী বাচ্চাদের দেওয়া হচ্ছে। তবে অবশ্যই শিশুর বয়স ১২ বছর হতে হবে। একইসঙ্গে আজ থেকে ৬০ বছর এবং তার বেশি বয়সের সকলের জন্য বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।" এক ছাত্রী বর্ণালী সাধু জানিয়েছে, "আজ আমাদের স্কুলে ডিএম স্যার এসেছিলেন সেখানে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। স্কুলের শিক্ষকরাও ছিলেন। আমরা তারপর ভ্যাকসিন নিলাম।"
সুপ্রতিম দাস