তার বাড়ি নিহত বাইতুল্লা শেখের বাড়ির পিছনে। খুনের ঘটনার পর থেকেই গ্রামে চলছে পুলিশের টহলদারি। বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে তিনজনের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বাইতুল্লা শেখ। সেই সময় একটি পুকুর পাড়ের কাছে তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।
advertisement
দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর জখম হন তৃণমূল নেতা বাইতুল্লা শেখ। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাইতুল্লা সেখের সঙ্গে থাকা তার দুই সঙ্গীও বোমার আঘাতে জখম হন। ঘটনার পর গ্রামে চলছে পুলিশের টহলদারি। এইদিন সকাল থেকে গ্রামে থমথমে পরিস্থিতি, ঘটনার পর আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বোমা মেরে বাইতুল্লা শেখকে খুন করেছে।
সৌভিক রায়






