আধার কর্তৃপক্ষ জেলার বিভিন্ন পোস্ট অফিসগুলিকে দিয়ে এই কাজ করাচ্ছে৷ বীরভূম জেলা ডাক বিভাগের তরফে ইতিমধ্যে মোট ২৩ টি আধার সেন্টার খোলা হয়েছে। তার যে কোনও একটিতে বাচ্চাদের নিয়ে গিয়ে নতুন আধার কার্ড তৈরির কাজ করাতে পারবেন অভিভাবকরা৷ জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর থেকে এই বাচ্চাদের নতুন আধার কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে৷ আগামী এক বছর অর্থাৎ, ২০২৬ সালের ১৪ নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে।
advertisement
আরও পড়ুন: এবার SSC নবম-দশমের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ, মোট শূন্যপদ ২৩২১২! জরুরি আপডেট জানুন
এই নিয়ে সকল সাংবাদিকদের নিয়ে বৈঠক করেন বীরভূম জেলা ডাক বিভাগের সুপারিন্টেন্ডেন্ট সৌম্য চট্টোপাধ্যায়৷ ৫ থেকে ১৫ বছরের বাচ্চাদের আধার কার্ড তৈরির এই প্রক্রিয়া সহজে ও দ্রুত করার জন্য স্কুলগুলির সাহায্য চাওয়া হয়েছে। তিনি বলেন, “অধার সেন্টার খোলা হয়েছে, আমরা প্রয়োজনে বিভিন্ন স্কুলগুলিকে অনুরোধ করব এগিয়ে আসার জন্য।”
তিনি আরও বলেন, “তারা যদি জায়গা দিতে পারে, তাহলে আমাদের ডাক বিভাগ থেকে স্কুলেই আধার কার্ড তৈরির জন্য ক্যাম্প করা হবে৷ ফলে এক জায়গায় অনেক বাচ্চার একসঙ্গে নতুন আধার কার্ড তৈরি করা সম্ভব হবে ৷” তবে, এর জন্য জেলা ডাক বিভাগকে চিঠি লিখে আবেদন করতে হবে ইচ্ছুক স্কুল কর্তৃপক্ষকে।






