বায়োস্কোপের মধ্যে দিয়ে ডেঙ্গি সচেতনতার বার্তা দিচ্ছেন পুরসভার সাফাই বিভাগ। কীভাবে ডেঙ্গি মশা জন্মায়, ডেঙ্গি থেকে প্রতিকার পাওয়ার জন্য কি কি করা প্রয়োজন, এই সমস্ত কিছু বার্তা নিয়েই পুরসভা তৈরি করেছেন এই বিশেষ বায়োস্কোপ। যে বায়োস্কোপের মধ্যে চোখ রাখলেই একেবারে অনায়াসে ডেঙ্গি সচেতনতার বার্তা পৌঁছে যাচ্ছে মানুষদের কাছে। বইমেলায় এসে পুরাতন ঐতিহ্য বায়োস্কোপ দেখতে পেয়ে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতাও। বাচ্চা থেকে বড় সকলেই চোখ রাখছেন বায়োস্কোপের কাঁচে। আর তাতেই দেখা মিলছে বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের কাহিনী থেকে ডেঙ্গি সচেতনতা বার্তার।
advertisement
আরও পড়ুন: বাড়ি বাড়ি জল পৌঁছানোর আগেই ফিনিশ! কেসটা কি দেখতে গিয়ে যা দেখল পুরসভা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে পুরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, “বায়োস্কোপ হচ্ছে একটা প্রাচীন ঐতিহ্য। যা বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। সেই বায়োস্কোপের ব্যবহারের মধ্যে দিয়েই তারা এবার ডেঙ্গি সচেতনতা বার্তা প্রদান করছেন। এর ফলে একদিকে যেমন বাচ্চা ও বড় মানুষদের মধ্যে বায়োস্কোপ নিয়ে আগ্রহ তৈরি হবে। তেমনই বায়োস্কোপের মধ্যে চোখ রেখে তারা ডেঙ্গি নিয়ে সচেতন হতে পারবেন। সেই কারণেই তারা তৈরি করেছেন এই বায়োস্কোপ। প্রতিদিন মেলায় আসা বহু মানুষজন বায়োস্কোপ দেখে ছুটে আসছেন তাতে চোখ রাখার জন্য। তার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে পুরসভার সচেতনতা বার্তা।”
রাহী হালদার





