TRENDING:

Hooghly News: বায়োস্কোপ ফিরিয়ে আনল পুরসভা! চোখ রাখলেই দেখা ‌যাচ্ছে এসব কি!

Last Updated:

বায়োস্কপের দেখা মিলল কোন্নগর বই মেলায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ‘তোমার বাড়ির রং এর মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আজওছাড়ে না !’ একটা সময় ছিল যখন রিল সিনেমার জমানা ছিল। সেই সময় বিভিন্ন নাটক যাত্রা দেখানোর জন্য গ্রামেগঞ্জে মেলায় হাজির হতেন বায়োস্কোপ ওয়ালারা। বায়োস্কোপের মধ্যে চোখ রাখলেই দেখা মিলতো কত রংবেরঙের ছবির। বাচ্চা থেকে বড় সবার একসময়ের আকর্ষণ ছিল এই বায়োস্কোপ। এবার সেই বায়োস্কপের দেখা মিলল কোন্নগর বই মেলায়। তবে বায়োস্কোপকে কাজে লাগানো হয়েছে এখানে এক বিশেষ কাজের জন্য।
advertisement

বায়োস্কোপের মধ্যে দিয়ে ডেঙ্গি সচেতনতার বার্তা দিচ্ছেন পুরসভার সাফাই বিভাগ। কীভাবে ডেঙ্গি মশা জন্মায়, ডেঙ্গি থেকে প্রতিকার পাওয়ার জন্য কি কি করা প্রয়োজন, এই সমস্ত কিছু বার্তা নিয়েই পুরসভা তৈরি করেছেন এই বিশেষ বায়োস্কোপ। যে বায়োস্কোপের মধ্যে চোখ রাখলেই একেবারে অনায়াসে ডেঙ্গি সচেতনতার বার্তা পৌঁছে যাচ্ছে মানুষদের কাছে। বইমেলায় এসে পুরাতন ঐতিহ্য বায়োস্কোপ দেখতে পেয়ে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতাও। বাচ্চা থেকে বড় সকলেই চোখ রাখছেন বায়োস্কোপের কাঁচে। আর তাতেই দেখা মিলছে বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের কাহিনী থেকে ডেঙ্গি সচেতনতা বার্তার।

advertisement

আরও পড়ুন: বাড়ি বাড়ি জল পৌঁছানোর আগেই ফিনিশ! কেসটা কি দেখতে গিয়ে যা দেখল পুরসভা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এই বিষয়ে পুরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, “বায়োস্কোপ হচ্ছে একটা প্রাচীন ঐতিহ্য। যা বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। সেই বায়োস্কোপের ব্যবহারের মধ্যে দিয়েই তারা এবার ডেঙ্গি সচেতনতা বার্তা প্রদান করছেন। এর ফলে একদিকে যেমন বাচ্চা ও বড় মানুষদের মধ্যে বায়োস্কোপ নিয়ে আগ্রহ তৈরি হবে। তেমনই বায়োস্কোপের মধ্যে চোখ রেখে তারা ডেঙ্গি নিয়ে সচেতন হতে পারবেন। সেই কারণেই তারা তৈরি করেছেন এই বায়োস্কোপ। প্রতিদিন মেলায় আসা বহু মানুষজন বায়োস্কোপ দেখে ছুটে আসছেন তাতে চোখ রাখার জন্য। তার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে পুরসভার সচেতনতা বার্তা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বায়োস্কোপ ফিরিয়ে আনল পুরসভা! চোখ রাখলেই দেখা ‌যাচ্ছে এসব কি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল