বায়োমেট্রিক উপস্থিতি চালু হওয়ার ফলে স্কুলে ছাত্র-ছাত্রীরা প্রবেশ করলেই অভিভাবকদের কাছে এসএমএস পৌঁছে যাবে। ফলে সন্তান স্কুলে কখন যাচ্ছে, কখন ফিরছে তা জানতে পারবেন অভিভাবকরা। প্রান্তিক এই স্কুলে বায়োমেট্রিক পদ্ধতি ও ওয়েবসাইট চালু হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: পদ্মার জলস্তর বাড়তেই বিচ্ছিন্ন যোগাযোগ! দেশে থেকেও ওরা যেন আলাদা
বায়োমেট্রিক পদ্ধতি ও ওয়েবসাইটের সূচনা করে বাগদার বিডিও প্রসূন কুমার প্রামাণিক জানান, বর্তমান ডিজিটাল ব্যবস্থায় এই প্রান্তিক স্কুল যে উদ্যোগ নিয়েছে সেটা এক কথায় অসম্ভবকে সম্ভব করেছেন তারা। স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির সকলকে তিনি ধন্যবাদ জানান।
advertisement
আরও পড়ুন: বাইকের ধাক্কায় ছিটকে পড়েন, চা বাগানে আদিবাসী মহিলার মৃত্যু
অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত বিশ্বাস জানিয়েছেন, স্কুলের বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি ব্যবস্থা চালু হওয়ায় সন্তানদের উপর অভিভাবকদের সঠিক নজরদারি আরও সুসংহত করা সম্ভব হবে। ওয়েবসাইট চালু হয় তারা অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ করতে পারবে, রেজাল্ট দেখতে পারবে। এবার থেকে স্কুল লিভিং সার্টিফিকেট ওয়েবসাইটের মাধ্যমেও নেওয়া যাবে বলে জানান তিনি। এর ফলে উপকৃত হবে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই।