TRENDING:

Bio Village: বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে সুন্দরবনে বায়ো ভিলেজ, গড়ে উঠছে মডেল গ্রাম

Last Updated:

Bio Village: কৃষকরা তার জন্য নিজেদের জায়গাকে ব্যবহার করছে। এর থেকে সার তৈরি করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস। এরপর সেই সার নিজেদের জমিতেই ব্যবহার করছে কৃষকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে গড়ে উঠছে বায়ো ভিলেজ, তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট। পূর্ব ও পশ্চিম জটার বায়ো ভিলেজে কৃষকদের ভার্মিকম্পোস্ট পিট সাপোর্ট দেওয়া হচ্ছে। জমির স্বাস্থ্যকে অক্ষুন্ন রেখে বিষমুক্ত খাদ্য উৎপাদন করাই লক্ষ্য এই প্রকল্পের।
advertisement

সেজন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের পর তৈরি করা হয়েছে প্রায় ৭৫০ টি ভার্মিকম্পোস্ট পিট। কেমন হয় এই ভার্মিকম্পোস্ট পিটগুলি? একটি জায়গাকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, সেখানে পচনশীল বর্জ্য ফেলে এই পিট তৈরি করা হচ্ছে। কৃষকরা তার জন্য নিজেদের জায়গাকে ব্যবহার করছে। এর থেকে সার তৈরি করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস। এরপর সেই সার নিজেদের জমিতেই ব্যবহার করছে কৃষকরা। বায়ো ভিলেজের মধ্যে এই কাজ করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ১৪ বছর পর পালিত মা-বাবাকে ছেড়ে ঘরে ফিরল যুবক

কৃষকদের মধ্যে কেউ কেউ খুলিতে কেঁচো সার চাষ করছে। এগুলি কৃষকরা ব্যবহার করে বিষমুক্ত খাদ্য উৎপাদন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই পিট থেকে উৎপাদিত সার বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই বায়ো ভিলেজ ভবিষ্যতে মডেল গ্রাম হিসাবে গড়ে উঠবে এ নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। তাঁদের পক্ষ থেকে সৌরভ কয়াল জানান, তাঁদের ইচ্ছা বিষমুক্ত খাদ্য উৎপাদন করা। সেই লক্ষ্যেই তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bio Village: বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে সুন্দরবনে বায়ো ভিলেজ, গড়ে উঠছে মডেল গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল