স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেমাথানি দিক থেকে সবং অভিমুখে আসছিল একটি মোটরবাইক। ঠিক সেই সময় সবংয়ের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা ওই বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইক চালক ছিটকে পড়েন রাস্তায়। রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান উদ্ধার করতে।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সবং থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত ব্যক্তিকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি ভিত্তিতে শুরু হয় চিকিৎসা। কিন্তু লাভ হল না তাতে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
জানা যাচ্ছে, মৃত যুবকের নাম চন্দন সিং (৩১)। বাড়ি কুণ্ডলপাল বাটিটাকি এলাকায়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় মৃতের বাড়িতে নেমেছে শোকের ছায়া।
