খেলতে খেলতেই অকালে প্রাণ গেল! বাড়ির গেটের পিলার ভেঙে চাপা পড়ে মৃ*ত্যু ১৩ বছরের বালকের, গ্রামজুড়ে কান্নার রোল

Last Updated:

Samserganj News: বাড়ির সামনের গেটের পিলার ভেঙে চাপা পড়ে মৃত্যু হল ১৩ বছরের এক বালকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হোগলাবাড়ি গ্রামে।

বাড়ির গেটের পিলার ভেঙে চাপা পড়ে বালকের মৃত্যু
বাড়ির গেটের পিলার ভেঙে চাপা পড়ে বালকের মৃত্যু
সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, কেদার নাথ প্রামানিক: সামশেরগঞ্জে ফের মর্মান্তিক ঘটনা। খেলতে খেলতে হঠাৎই বাড়ির সামনের গেটের পিলার ভেঙে চাপা পড়ে মৃত্যু হল ১৩ বছর বয়সী এক বালকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হোগলাবাড়ি গ্রামে। মৃত বালকের নাম মেরাজ শেখ। বয়স ১৩ বছর। বাড়ি সামশেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে খেলতে খেলতে মেরাজ একটি বাড়ির সামনের গেটের কাছে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়েছিল আরও বেশ কয়েকজন শিশু। অনেকেই পিলারটি ধরেছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ করেই বাড়ির সামনের পুরনো এবং দুর্বল পিলারটি ভেঙে মেরাজের মাথার উপর পড়ে যায়। চাপা পড়ে বালক। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। রক্তে ভেসে যায় ছোট্ট শরীরটা।
advertisement
আরও পড়ুনঃ বোমা উদ্ধারে থানায়-থানায় পোস্টার! ব্যাস, তারপরেই খেলা শুরু, মুর্শিদাবাদের আনাচ কানাচ থেকে বিপুল তাজা বোমার সন্ধান
স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয় মেরাজের। মুহূর্তের মধ্যেই ছেলেটির পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের আর্তনাদে শোকস্তব্ধ হয়ে পড়ে বোগদাদনগর এলাকা। এমন মর্মান্তিক এবং আকস্মিক মৃত্যুতে বালকের বন্ধুবান্ধব এবং স্থানীয় সহপাঠীরাও কান্নায় ভেঙে পড়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  ইসলামপুরে নির্মীয়মাণ ভবন থেকে পচা দুর্গন্ধ, স্থানীয়রা উদ্ধার করল মৃতদেহ! যুবকের নাম, পরিচয় অজানা
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পিলারটি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মাত্র ১৩ বছরের এক শিশুর এইভাবে অকালে চলে যাওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। স্তব্ধ প্রতিবেশীরাও। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খেলতে খেলতেই অকালে প্রাণ গেল! বাড়ির গেটের পিলার ভেঙে চাপা পড়ে মৃ*ত্যু ১৩ বছরের বালকের, গ্রামজুড়ে কান্নার রোল
Next Article
advertisement
Kranti Goud: বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
  • বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়

  • মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে

  • বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত

VIEW MORE
advertisement
advertisement