বেশ কয়েকদিন ধরে অভিযান চালানোর পর বিশেষ সূত্রে পুলিশের কাছে খবর আসে লাভপুর থানার অন্তর্গত কুসুমগড়িয়া , বামনিগ্রাম , হীরাপুর , ফলগ্রাম ও মৌরগ্রামে রয়েছে অভিযুক্তরা৷ তাদের সঙ্গে রয়েছে চুরি করা কিছু বাইক । যদিও সেই বাইকগুলি সেই এলাকার নয় । সেই সূত্র ধরেই লাভপুরের এই পাঁচটি এলাকায় বিশেষ অভিযান চালায় লাভপুর থানার পুলিশ । তার পর সেখান থেকেই উদ্ধার হয় নয়টি বাইক । সঙ্গে দুজন অভিযুক্তদের গ্রেপ্তারও করে পুলিশ । শুক্রবার ওই দুই অভিযুক্তদের তোলা হবে আদালতে ।
advertisement
আরও পড়ুন: সিআইডির অভিযানে উদ্ধার কোটি টাকার ব্রাউন শুগার, গ্রেফতার ২
বোলপুরের এস ডি পি ও অভিষেক রায় বলেন , " কাটোয়া থানায় ধরা পড়েন এক অভিযুক্ত । সেই সূত্র ধরেই খোঁজখবর শুরু করে লাভপুর থানা । গোপন সূত্রে খবর পাওয়া যায় লাভপুর থানার অন্তর্গত কুসুমগড়িয়া , বামনিগ্রাম , হীরাপুর , ফলগ্রাম ও মৌরগ্রামে রয়েছে অভিযুক্ত-সহ চুরি করা কিছু বাইক । যেগুলি সম্ভবত অন্য কোনও জায়গা থেকে চুরি করে এনে রাখা । ঠিক এই তথ্যের ভিত্তিতেই লাভপুরের এই এলাকাগুলিতে অভিযান চালায় লাভপুর থানার পুলিশ । সেখান থেকে উদ্ধার নয়টি চুরির গাড়ি ।
আরও পড়ুন: প্রেম ফিরে পেতে পোস্টার হাতে প্রেয়সীর বাড়ির সামনে ধর্নায় মরিয়া প্রেমিক
কাটোয়া থেকেই সম্ভবত কিছু চুরির বাইক এখানে পাঠানো হয়েছিলো । আর সেই বাইক গুলোই উদ্ধার করি আমরা । গ্রেফতার করা হয় ধৃত দুজনকে । শুক্রবার তাদের তোলা হবে আদালতে । যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সম্ভবত বাইক রিসিভার, এরা আগেও এরকম অনেক বাইক রিসিভ করেছে বিভিন্ন এলাকা থেকে । তবে আরও কয়েক জায়গায় অভিযান চালানো হচ্ছে।’’ অন্যদিকে বীরভূমের লাভপুর থানার ওসি পার্থসারথি মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে আরও গোপন খবর আছে, সময় হলেই তল্লাশি অভিযান চলবে৷