পরের দিন সকালে উঠে তিনি লক্ষ্য করেন নার্সিংহোমের সামনে তার গাড়ি নেই, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যায় এক দুষ্কৃতী মোটরবাইকটি চুরি করে নিয়ে চম্পট দেয়। খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে, রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ ওই নার্সিংহোম চত্বরে দু সপ্তাহ আগে আরও একটি মোটর বাইক চুরি হয় ঠিক একইভাবে।
advertisement
সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রামপুরহাট থানা এলাকায় পরপর একের পর এক চুরি বেড়ে চলেছে৷ গত সপ্তাহে রামপুরহাট শহরে একটি বহুতল আবাসনে ও একটি বাড়িতে পর পর চুরির ঘটনা ঘটে, গত শনিবারও রামপুরহাট থানার চাকাইপুর ও ছোড়া গ্রামের রাস্তায় গাছের গুড়ি ফেলে এক অন্তঃসত্বার অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা,সোনার গহনা লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই সমস্ত ঘটনার পর কোনও কিনারা হয়নি এখনও পর্যন্ত।।
Akshay Dhibar