Bizzare Incident: ‘সকাল থেকে ফোন করছি, কেউ ফোন তুলছে না’- আত্মীয়রা এই খবর জানাতেই দৌড়ল পুলিশ, মা-বাবা-ছেলে তিনজনেই ঘরের মধ্যে...
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
Bizzare Incident: জায়গা বদল, অর্থনৈতিক পরিস্থিতি বদল কিন্তু একই হচ্ছে পরিণতি...
হাওড়া: এক পরিবারের তিনজনের দেহ উদ্ধার আবাসনের ঘরে। জগাছা থানার অন্তর্গত হাট পুকুর এলাকায় আবাসনের ঘর থেকে উদ্ধার ছেলে ও বৃদ্ধ মা – বাবার মৃত দেহ। সকাল থেকে পরিবারের লোকেরা ফোন করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়।
৫৬ বছরের বলরাম খাঁ যিনি জীবন বিমা সংস্থার এজেন্ট ছিলেন। সংগীত বাবু স্ত্রী শেলী খাঁ ছিলেন ডাক বিভাগের কর্মী। বছর ৩৩ এর ছেলে সম্বিত একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি দেনার দায়েই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনজন। এই মুহূর্তে একের পর এক এভাবে নিজেদের জীবন শেষ করে দেওয়ার ঘটনা ঘটেই চলেছে৷ একইরকমভাবে অত্যধিক ঋণে জর্জরিত হয়ে নিজেদের পরিবারের একাধিক মানুষকে শেষ করে দিয়েছিল ট্যাংরার একটি পরিবার৷ ফেব্রুয়ারি মাসের সেই হত্যাকাণ্ড ছিল মর্মান্তিক৷
advertisement
advertisement
দাদা না ভাই, ট্যাংরার দে বাড়িতে দুই মহিলা এবং নাবালিকার হাতের শিরা, গলা কেটে কে খুন করেছিলেন, সে বিষয়েই এখন নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই প্রসূন দে দাবি করেছেন, গত মঙ্গলবার সকালে তিনিই শিরা কেটে নিজের স্ত্রী, বৌদি এবং মেয়েকে খুন করেছিলেন৷ যদিও তদন্তকারীদের প্রশ্ন, ভাই যদি শিরা কেটে খুন করে থাকেন তখন প্রসূনের দাদা প্রণয় কী করছিলেন? তদন্তকারীদের মনে সন্দেহ বাড়িয়েছে বাড়ির তিন তলা থেকে উদ্ধার হওয়া রক্তমাখা জামাকাপড়৷
advertisement
দে বাড়ির ছোট ছেলে প্রসূনই যদি খুনি হয়ে থাকেন সেক্ষেত্রে বড় ভাই প্রণয় তাঁকে সাহায্য করেছেন বলেই মত তদন্তকারীদের৷ কারণ খুনের আগে ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়েছিলেন বাড়ির দুই মহিলা এবং নাবালিকা৷ দুই ভাইয়ের এখনও দাবি, আত্মহত্যা করবেন বলেই তাঁদের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়েছিলেন তাঁদের স্ত্রীরা৷ যদিও তাঁদের ছেলেমেয়েরা বিষয়টি জানত না৷
advertisement
Debasish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bizzare Incident: ‘সকাল থেকে ফোন করছি, কেউ ফোন তুলছে না’- আত্মীয়রা এই খবর জানাতেই দৌড়ল পুলিশ, মা-বাবা-ছেলে তিনজনেই ঘরের মধ্যে...