IPL and Big Boss: ভারতে দুই ‘Wanted’- সেই ভাগলওয়াদের সঙ্গেই দেদার মস্তির পার্টিতে গেইল, সঙ্গী ললিত মোদি, বিজয় মালিয়া, কেসটা ঠিক কী

Last Updated:

IPL and Big Boss: আইপিএল নিয়ে কী বড় কিছু হতে চলেছে...এই ফটো তুলে দিল বড় প্রশ্ন, জারি জল্পনা

দুই ‘অপরাধী’-র সঙ্গে  একটি জমকালো পার্টি করেন ক্রিস গেইল- Photo Courtesy- X Account
দুই ‘অপরাধী’-র সঙ্গে  একটি জমকালো পার্টি করেন ক্রিস গেইল- Photo Courtesy- X Account
লন্ডন: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল বর্তমানে ইংল্যান্ডে আছেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস লিগের প্রস্তুতি সারছেন কেকেআর ও আরসিবি তারকা। সেখানে তিনি দেখা করেন এবং পার্টি করেন বিজয় মালিয়া এবং ললিত মোদি। বিজয় মালিয়া এবং ললিত মোদি  এই দু’জনেই ভারতে অপরাধ সংঘটিত করে ভাগলওয়া৷ আর ইংল্যান্ডেই বাস করছেন৷ এই দুই ‘অপরাধী’-র সঙ্গে  একটি জমকালো পার্টি করেছিলেন।  ইনস্টাগ্রামে ছবিগুলি আসা মাত্রই তা সুপার ভাইরাল৷
ভারতের মোস্ট ওয়ান্টেড পলাতক বিজয় মালিয়া পূর্বে আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবির মালিক ছিলেন। ২০১১ সালে আরসিবির হয়ে খেলার জন্য মালিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হন গেইল। জানা গেছে, গেইলকে নিয়ে বিজয় মালিয়া বলেছিলেন যে গেইল একজন বিশ্বসেরা খেলোয়াড় এবং তাদের বন্ধুত্ব দুর্দান্ত।
advertisement
advertisement
ইংল্যান্ড সফরে ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল, আর্থিক অপরাধের মামলায় ভারত মালিয়াকে খুঁজছে। বিজয় মালিয়া ইংল্যান্ডে পলাতক। এর আগে  আরসিবি ও বিরাট কোহলিকে  নিয়ে বিজয় মালিয়া
রাজ শামানির সঙ্গে তাঁর ইউটিউব পডকাস্টে কথা বলেছেন৷
advertisement
সম্প্রতি এক কথোপকথনে, মালিয়া প্রকাশ করেছিলেন যে তিনি আরসিবি ছাড়াও আরও দুটি দলের জন্য দরপত্র দিয়েছিলেন৷ তার অন্যান্য পছন্দের মধ্যে ছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি, যা শেষ পর্যন্ত মুকেশ আম্বানি কিনে নেন৷  অল্প ব্যবধানে হেরে যাওয়ার পর, মালিয়া শেষ পর্যন্ত ১১২ মিলিয়ন মার্কিন ডলারে বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন৷  যা ২০০৮ সালে ভারতীয় মূল্যে ৪৮৫ কোটিরও বেশি দামে বিক্রি হয়েছিল।
advertisement
মালিয়া আরও প্রকাশ করেছেন যে ২০০৮ সালের নিলামে বিরাট কোহলির দিকে তিনি যেমন নজর রেখেছিলেন, ঠিক তেমনিই দিল্লি ক্যাপিটালসও তাকে তুলে নিতে চেয়েছিল৷
২০০৮ সালে, ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরের পরিকল্পনাও তিনিই করেছিলেন, কারণ ভারতের সাধারণ নির্বাচনের সঙ্গে এক হয়ে যাচ্ছিল যার ফলে সে সময়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম টুর্নামেন্টের নিরাপত্তা দিতে পারেনি৷ এদিকে এই আইপিএলেই টাকা তছরুপের কারণে তিনিও দোষী সব্যস্ত হয়েছিলেন৷ তাই তিনিও দেশ ছেড়ে পালিয়ে যান৷
advertisement
এরপর কী?
যদিও এই সাক্ষাৎটি  হয়ত একেবারে সাধারণ রিইউনিয়ন হিসেবে দেখা হচ্ছে, কিন্তু ওয়াকিবহাল অনুমান করছে যে এই রিইউনিয়ম বড় কিছুতে পরিণত হতে পারে৷  ক্রিকেট ফ্যানরা ভারতে, আইপিএলে নতুন কিছুর জন্য অপেক্ষা করছেন। গেইল তার আইপিএলে ৩টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, শেষে ২০২১ সালে পঞ্জাব কিংস থেকে বিদায় নিয়েছিলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL and Big Boss: ভারতে দুই ‘Wanted’- সেই ভাগলওয়াদের সঙ্গেই দেদার মস্তির পার্টিতে গেইল, সঙ্গী ললিত মোদি, বিজয় মালিয়া, কেসটা ঠিক কী
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement