উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর বামুনপুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসন্তী হাইওয়েতে বামনপুকুরের কাছে একটি মিনি ট্রাক বিক্রম মান্নার বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
আরও পড়ুন: হাতির হানায় আতঙ্ক! চা বস্তিতে বন্যপ্রাণীর আক্রমণ, ভেঙে দিল বাড়ি-দোকান
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে এক বাইক চালক ঘটকপুকুর থেকে মালঞ্চর দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি মিনি ট্রাক বামুনপুকুর পেট্রোল পাম্পের সামনে ওই বাইক চালককে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ওই বাইক চালক রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে মিনাখাঁ থানার পুলিশ।
advertisement
পুলিশকর্মীরা ওই যুবককে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত বিক্রম মান্নার বাড়ি মিনাখাঁর জয়গ্রাম বগীরহুলা এলাকায়। তিনি মালঞ্চ বাজারে একটি ল্যাবে কাজ করতেন। প্রতিদিনের মত সোমবার রাতেও বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুলফিকার মোল্যা