মৃত যুবকের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিজিৎ তার এক বন্ধুকে নিয়ে শান্তিপুরে নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছিল। এরপর মধ্যরাতে বাড়ি ফেরার সময় ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। বাইকটি সজোরে ধাক্কা মারে গার্ডওয়ালে, তারপর ছিটকে গিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাইকের পিছনে বসে থাকা অভিজিতের বন্ধুর অল্প আঘাত লাগলেও সে গুরুতর আহত হয়। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: প্রার্থীকে দেখেই জল, মিষ্টি নিয়ে হাজির সবাই! ব্যাপারটা কী
রাতেই ওই যুবকের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে অভিজিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। এদিকে মৃত যুবকের পরিবারের দাবি, অভিজিৎ মাথায় হেলমেট পরেই বাইক চালাচ্ছিলেন। তারপরেও বাড়ির ছেলের এমন মর্মান্তিক পরিণতি হওয়ায় তাঁরা বিধ্বস্ত হয়ে পড়েছেন।
মৈনাক দেবনাথ