আরও পড়ুন: জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ভূগর্ভস্থ নর্দমা চম্পাহাটিতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পদ্মের হাট থেকে দুই যুবক বাইকে চেপে সরবেরিয়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ঐ পিকআপ ভ্যানের সামনে সজোরে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়েন বাইকের দুই আরোহী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয়রা এগিয়ে এসে আহত দুই বাইক আরোহীকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর দুই যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশের একটি বিশেষ দল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জখম দুই যুবকের নাম আরিয়ান সরদার ও রোহিত মণ্ডল। তাঁরা দু’জনেই উত্তর পদ্মেরহাট গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, দুই বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল না। সেইসঙ্গে তারা খুব দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে এলাকার মানুষ। তবে যদি ওই বাইক আরোহীদের মাথায় হেলমেট থাকত তাহলে দুর্ঘটনার অনেকটাই রক্ষা পাওয়া যেত।
সুমন সাহা