Bengali News: জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ভূগর্ভস্থ নর্দমা চম্পাহাটিতে

Last Updated:

জল যন্ত্রণা থেকে চম্পাহাটির মানুষকে মুক্তি দিতে কেএমডিএ-র দারস্থ হয়েছিলেন বিধায়ক। তারপরই ওই দফতরের থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয় কাজের জন্য

পরিদর্শন করেন কে এমডি সাউথ ডিভিশনের ইঞ্জিনিয়াররা
পরিদর্শন করেন কে এমডি সাউথ ডিভিশনের ইঞ্জিনিয়াররা
দক্ষিণ ২৪ পরগনা‌: ভারী বৃষ্টি হলেই জমা জলে নাকানি-চোবানি খেতে হয় চম্পাহাটির মানুষকে। রাস্তায় জল দাঁড়িয়ে যায়, দুর্ভোগের অন্ত থাকে না। জল নিকাশির বেহাল অবস্থা নিয়ে মানুষের ক্ষোভ ছিল। সেই সমস্যা সমাধানে উদ্যোগী হন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার।
এই জল যন্ত্রণা থেকে চম্পাহাটির মানুষকে মুক্তি দিতে কেএমডিএ-র দারস্থ হয়েছিলেন বিধায়ক। তারপরই ওই দফতরের থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয় কাজের জন্য। নিকাশি সমস্যার সমাধানের জন্য চম্পাহাটি রেল গেট থেকে কাটাখাল পর্যন্ত তৈরি হবে ভূগর্ভস্থ নর্দমা। এই কাজের জন্য চাম্পাহাটিতে জায়গা পরিদর্শন করেন কেএমডিএ সাউথ ডিভিশনের ইঞ্জিনিয়াররা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে এক ইঞ্জিনিয়ার বলেন, পূর্ত দফতরের সঙ্গে যুগ্মভাবে জায়গা দেখা হয়েছে। আর্থিক অনুমোদন হয়ে গেলেই কাজ শুরু করা হবে। জায়গা পরিদর্শনের সময় ইঞ্জিনিয়ারদের সঙ্গে ছিলেন চম্পাহাটির পঞ্চায়েত প্রধান অসিতবরণ মণ্ডল। এদিন তিনি বলেন, বিধায়ক বিভাস সর্দার ২০২২ সালেই জমা জলের সমস্যার জন্য কেএমডিএ-কে চিঠি করেছিলেন। ভূগর্ভস্থ নর্দমার মাধ্যমে জল কাটাখালে গিয়ে পড়বে। ফি বছরই ভারী বৃষ্টি হলেই চম্পাহাটি বাজার, পঞ্চায়েত সংলগ্ন এলাকার রাস্তায় জল দাড়িয়ে যায়। রাস্তার পাশে দোকানেও জল ঢুকে পড়ে। যেহেতু এই রাস্তার দু’পাশে কোথাও কোনও নর্দমা নেই, তাই জল বের হতে পারত না। এলাকার বাসিন্দারা বলেন, জমা জলের সমস্যা মিটতে এমন নর্দমার খুব দরকার ছিল।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ভূগর্ভস্থ নর্দমা চম্পাহাটিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement