Lok Sabha Election 2024: বোলপুরে হেরে যাওয়া অনির্বাণের কাঁধে যাদবপুর দখলের দায়িত্ব

Last Updated:

গত বিধানসভা নির্বাচনে বোলপুরে বিজেপির টিকিটে লড়াই করেও হেরে গিয়েছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এবার সেই তাঁকেই যাদবপুরের কঠিন ময়দানে পাঠিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব

+
title=

দক্ষিণ ২৪ পরগনা‌: জয়নগর এবং যাদবপুর লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। ফলে ময়দানে নেমে পড়েছেন গেরুয়া শিবিরের কর্মীরা। নির্বাচনী রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে জয়নগরের প্রার্থী অশোক কাণ্ডারী আবার মায়াপুরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।
এদিকে এখনও প্রার্থী ঘোষণা না-হলেও প্রচারে পিছিয়ে নেই তৃণমূল। বিভিন্ন গ্রাম, অঞ্চল, পাড়ায় কর্মীসভা করে লোকসভার এক প্রস্থ প্রস্তুতি সেরে ফেলেছে তারা। প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখছে তৃণমূল। তবে এই মুহূর্তে তারা ১০ মার্চের ব্রিগেড সমাবেশের দিকে তাকিয়ে বেশি প্রস্তুতি নিচ্ছে।
advertisement
advertisement
গত বিধানসভা নির্বাচনে বোলপুরে বিজেপির টিকিটে লড়াই করেও হেরে গিয়েছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এবার সেই তাঁকেই যাদবপুরের কঠিন ময়দানে পাঠিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এখনও পর্যন্ত বাংলার যে ২০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর ও জয়নগরের নাম আছে। এই জেলার বাকি দুটি লোকসভা মথুরাপুর ও ডায়মন্ডহারবারে প্রার্থী ঘোষণা এখনও হয়নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জেলার দুই বিজেপি প্রার্থী নিজেদের মত করে প্রচার চালাচ্ছেন। তবে দু’জনেই যেন জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। প্রচার চলাকালীন জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী আত্মপ্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেন, তিনি এবার ২ লক্ষ ৩০ হাজার ভোটে জয়লাভ করবেন।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: বোলপুরে হেরে যাওয়া অনির্বাণের কাঁধে যাদবপুর দখলের দায়িত্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement