TRENDING:

Bike Accident: দোকান থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন কর্মচারী, ছুটে এসে উড়িয়ে দিল বাইক!

Last Updated:

Bike Accident: জয়নগর থানার বহড়ুর কলুর মোড়ে একটি মিষ্টি দোকানের কর্মচারী সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় বহড়ু কানাইয়ের মোড়ের কাছে জয়নগরমুখী একটি বাইট দ্রুত গতিতে ছুটে এসে ধাক্কা মারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বেপরোয়া যান চলাচলের ফলে ভয়াবহ দুর্ঘটনা জয়নগরের বহড়ুতে। একটি বাইক নিয়ম কানুনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে ছুটে এসে এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হন তিনজন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের চিকিৎসা চলছে স্থানীয় একটি নার্সিংহোমে।
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার বহড়ুর কলুর মোড়ে একটি মিষ্টি দোকানের কর্মচারী সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় বহড়ু কানাইয়ের মোড়ের কাছে জয়নগরমুখী একটি বাইট দ্রুত গতিতে ছুটে এসে ওই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর বাইকটিও উল্টে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে এসে আহত বাইক চালক, আরোহী ও সাইকেল চালককে উদ্ধার করে জয়নগরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান।

advertisement

আরও পড়ুন: বাঁধের জন্য জমি দিলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত দক্ষিণ কনকদিঘির মানুষ

কিন্তু বাআক চালক ও সাইকেল চালককের অবস্থা সঙ্কটজনক হওয়ায় ওই নার্সিংহোমের চিকিৎসক তাঁদের কলকাতায় স্থানান্তর করার পরামর্শ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বাইক চালকের নাম মোমতাজুল লস্কর (১৮) ও বাইকের পিছনে বসে থাকা আহত আরোহীর নাম সাজেদ মণ্ডল (২৫)। তাঁদের দুজনের‌ই বাড়ি জয়নগর থানার বহড়ুর তাজপুর গ্রামে। আহত সাইকেল চালককের নাম রঞ্জিত ওরফে ভুতো কয়াল (৪৬), বাড়ি জয়নগর থানার বহড়ুর তাঁতিপাড়া গ্রামে। দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত বাইক ও সাইকেলটি জয়নগর থানায় নিয়ে আসে। এদিকে এলাকায় বেপরোয়া যান চলাচল বেড়ে গিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: দোকান থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন কর্মচারী, ছুটে এসে উড়িয়ে দিল বাইক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল