এদিন সকাল থেকেই ঝির ঝির করে বৃষ্টি পড়ছিল। ফলে অত্যন্ত পিচ্ছিল হয়ে ছিল রাস্তাঘাট। তাই সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল রাস্তা দিয়ে। এর মধ্যেই বুধবার দুপুরে হাওড়ার গিরিশ ঘোষ রোডের গুরুকুল স্কুল সংলগ্ন ব্যস্ততম সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। দূরে রাস্তার উপর ছিটকে পড়েন বাইক চালক। তিনি গুরুতর আহত হন। রক্তাত্ব বাইক চালককে উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। পাশাপাশি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
advertisement
আরও পড়ুন: গৃহ প্রবেশের বাজার করতে গিয়ে ফেরা হল না, নতুন ঘরে ঢোকা অধরাই থেকে গেল শিক্ষিকার!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই বাইক চালকের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচিত জানা যায়নি। ওই ব্যক্তির নাম, ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে বেলুড় থানার। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
রাকেশ মাইতি