বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাকিবুল মেহনা। তাঁর বাড়ি ঝাজা এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত যুবকের নাম টিঙ্কু শেখ। তাঁর বাড়ি ললিতপুরে।
এই দুর্ঘটনাটি আরও একবার বুঝিয়ে দিল, রাজ্যে সরকার ও পুলিশের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে হেলমেট পরে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হলেও একটা অংশ এখনও তাতে কান দিচ্ছে না। এমনকি ট্রাফিক আইন সম্পূর্ণভাবে অমান্য করে বাইক অস্বাভাবিক দ্রুতগতিতে চালানো হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ঘুমে ঢুলতে ঢুলতে গাড়ি চালাচ্ছিলে, জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল চালকের
এই দুর্ঘটনার প্রসঙ্গে স্থানীয়দের থেকে জানা গিয়েছে, মৃত রাকিবুল মেহনা ও আহত টিঙ্কু শেখ দু’জনেই বন্ধু। দুই বন্ধু মিলে দুপুরে বাইকে চড়ে রুকুনপুর থেকে হরিহরপাড়া দিকে আসছিল। প্রচন্ড জোরে বাইক চালাচ্ছিল তারা। একটি টোটোকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে দু’জনেই। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে। স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি ছুটে আসেন। ওই দু’জনকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা রাকিবুল মেহনাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। রাকিবুল মেহনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়।
কৌশিক অধিকারী